• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আকুর বিল পরিশোধের পর রিজার্ভ ১৯.৪৬ বিলিয়ন ডলার


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১০, ২০২৪, ০৪:১৫ পিএম
আকুর বিল পরিশোধের পর রিজার্ভ ১৯.৪৬ বিলিয়ন ডলার

ঢাকা : চলতি বছরের গত দুই মাসের (জুলাই ও আগস্ট) এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) সদস্য রাষ্ট্রগুলোর আমদানির বিল ১ দশমিক ৩৭ বিলিয়ন ডলার পরিশোধ করেছে বাংলাদেশ। আকুর এই আমদানি বিল পরিশোধের পর বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়ায় ১৯ দশমিক ৪৬ বিলিয়ন ডলারে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) স্বীকৃত বিপিএম৬ পদ্ধতিতে হিসাব করে রিজার্ভের এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি সেপ্টেম্বর মাসের প্রথম সাত দিনে প্রবাসী আয় বা রেমিট্যান্স দেশে এসেছে ৫৮ কোটি ৪৫ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। আলোচিত সাত দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৪১ কোটি ৫২ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। এ ছাড়া রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৫ কোটি ২৭ লাখ ৯০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এক কোটি ৪৮ লাখ ৩০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ১৬ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।

দেশে কার্যরত ব্যাংকগুলোর মধ্যে প্রথম এই সাত দিনে একক ব্যাংক হিসেবে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসী আয় ১২ কোটি ৬৫ লাখ ১০ হাজার ডলার এসেছে। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে অগ্রণী ব্যাংকের মাধ্যমে এসেছে আট কোটি ৮২ লাখ ৪০ হাজার ডলার। এরপর সিটি ব্যাংকের মাধ্যমে এসেছে তিন কোটি ৯০ লাখ ৪০ হাজার ডলার, জনতা ব্যাংকের মাধ্যমে তিন কোটি ৮৬ লাখ ৭০ হাজার ডলার এবং ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে তিন কোটি এক লাখ ২০ হাজার ডলার।

এমটিআই

Wordbridge School
Link copied!