• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও অরোরা স্পেশালাইজড হাসপাতালের মধ্যে চুক্তি স্বাক্ষর


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৯, ২০২৫, ০৫:১৪ পিএম
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও অরোরা স্পেশালাইজড হাসপাতালের মধ্যে চুক্তি স্বাক্ষর

ঢাকা: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি ও অরোরা স্পেশালাইজড হাসপাতালের মধ্যে স্বাস্থ্যসেবা বিষয়ক কর্পোরেট চুক্তি বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকায় স্বাক্ষরিত হয়েছে। 

এই চুক্তির আওতায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সকল গ্রাহক, কমকর্তা-কর্মচারি ও তাদের পরিবারের সদস্যগণ অরোরা স্পেশালাইজড হাসপাতাল এর বিভিন্ন ধরণের সেবা গ্রহণে বিশেষ ডিসকাউন্ট সুবিধা পাবেন। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক- এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল ইসলাম ও অরোরা স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. সারওয়াত জাবিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র স্বাক্ষর করেন।

এ সময় ব্যাংকের ঢাকা দক্ষিণ জোন প্রধান মো. আবদুর রশিদ, মার্কেটিং ও বিজনেস ডেভেলপমেন্ট ডিভিশনের প্রধান মো. ফরিদুর রাহমান জালাল, পাবলিক এ্যাফেয়ার্স এন্ড ব্রান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান নাজিম আনওয়ার, কাকরাইল শাখার ব্যবস্থাপক রহিম খানসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এআর

Wordbridge School
Link copied!