• ঢাকা
  • বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: ফিলিপাইনের ব্যাংকে ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২১, ২০২৫, ০১:২৬ পিএম
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: ফিলিপাইনের ব্যাংকে ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত

ছবি : প্রতীকী

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হওয়া অর্থ পুনরুদ্ধারে বড় অগ্রগতি হয়েছে। আদালতের আদেশে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন (আরসিবিসি) অ্যাকাউন্টে থাকা ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত করেছে।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেন।

জসিম উদ্দিন খান জানান, আদালতের মাধ্যমে সিআইডি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের আরসিবি ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত করেছে।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে সুইফট ব্যবস্থার মাধ্যমে ৩৫টি ভুয়া বার্তার মাধ্যমে ফেডারেল রিজার্ভের নিউইয়র্ক শাখায় বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে ১০০ কোটি ডলার চুরির চেষ্টা চালানো হয়। এর মধ্যে অপরাধীরা ১০ কোটি ১০ লাখ ডলার লোপাট করতে সক্ষম হন। এই অর্থের মধ্যে ২ কোটি ডলার শ্রীলঙ্কায় চলে যায়, যা উদ্ধার করা হয়েছে। বাকি ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনের আরসিবি ব্যাংকের মাধ্যমে বিভিন্ন ক্যাসিনোতে প্রবাহিত হয়।

সিআইডি কর্মকর্তারা জানান, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও তথ্যপ্রযুক্তি আইন অনুযায়ী দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবে ফিলিপাইনের আদালত এবং বাংলাদেশি আদালতের সহযোগিতায় এই অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে। এর ফলে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় অর্থ উদ্ধারে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হয়েছে।

সিআইডির একটি সূত্র জানায়, আন্তর্জাতিক সহযোগিতা ও আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে ফিলিপাইনে থাকা অর্থ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে জমা দেওয়া হবে।

এসএইচ

Wordbridge School
Link copied!