• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সোনার দাম আবারও বেড়েছে, আজ থেকে কার্যকর


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১১, ২০২৫, ০৬:০৩ এএম
সোনার দাম আবারও বেড়েছে, আজ থেকে কার্যকর

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে দাম বেড়েছে ২ হাজার ৫০৭ টাকা। নতুন দাম অনুযায়ী প্রতি ভরি সোনার মূল্য দাঁড়াচ্ছে ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা।

মঙ্গলবার (১১ নভেম্বর) থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম বাড়ায় নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এর আগে গত ২ নভেম্বর প্রতি ভরি সোনায় ১ হাজার ৬৮০ টাকা বাড়ানো হয়েছিল। মাত্র ৯ দিনের ব্যবধানে আবারও দাম বাড়ানো হলো।

নতুন দামে বিভিন্ন ক্যারেটের সোনার মূল্য হচ্ছে—

  • ২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৪ হাজার ২৮৩ টাকা (বৃদ্ধি ২,৫০৭ টাকা)
  • ২১ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৯৯৯ টাকা (বৃদ্ধি ২,৪০৩ টাকা)
  • ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৬৭ হাজার ১৪৫ টাকা (বৃদ্ধি ২,০৬৪ টাকা)
  • সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৩৮ হাজার ৯৪২ টাকা (বৃদ্ধি ১,৭৬২ টাকা)

তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমান দামে ২২ ক্যারেট রুপার প্রতি ভরি ৪ হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৬০১ টাকায় বিক্রি হচ্ছে।

এম

Wordbridge School
Link copied!