• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্রয়াত উদ্যোক্তা দীন মোহাম্মদের বোনাস শেয়ার হস্তান্তরের প্রক্রিয়া জানালো সিটি ব্যাংক


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৯, ২০২৫, ০৬:১৫ পিএম
প্রয়াত উদ্যোক্তা দীন মোহাম্মদের বোনাস শেয়ার হস্তান্তরের প্রক্রিয়া জানালো সিটি ব্যাংক

ফাইল ছবি

ঢাকা: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিটি ব্যাংক পিএলসি’র প্রয়াত স্পনসর দীন মোহাম্মদের বোনাস শেয়ার হস্তান্তরের প্রক্রিয়া জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বুধবার (১৯ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সিটি ব্যাংক জানিয়েছে, প্রয়াত স্পনসরের বোনাস শেয়ার উত্তরাধিকারীদের মাঝে হস্তান্তর প্রক্রিয়ার অংশ হিসেবে চারজন আইনসঙ্গত উত্তরাধিকারীর একজন মেহরুন হক তাঁর প্রাপ্য শেয়ার হস্তান্তরের জন্য আবেদন করেছেন।

ডিএসইতে গত ২৬ অক্টোবর প্রকাশিত আগের ঘোষণার পর ব্যাংকটি জানায়, আদালতের উত্তরাধিকার সনদ অনুযায়ী প্রয়াত দীন মোহাম্মদের কন্যা ও ব্যাংকের সাধারণ শেয়ারহোল্ডার মেহরুন হক ২০২৪ সালের স্টক ডিভিডেন্ড হিসেবে ১৭ লাখ ৫৮ হাজার ১৪টি শেয়ার পাবেন।

এএইচ/পিএস

Wordbridge School
Link copied!