• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

থাকছে না নন-লাইফ বীমার এজেন্ট কমিশন, শিগগিরই প্রজ্ঞাপন জারি


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২, ২০২৫, ০৪:২৫ পিএম
থাকছে না নন-লাইফ বীমার এজেন্ট কমিশন, শিগগিরই প্রজ্ঞাপন জারি

ফাইল ছবি

ঢাকা: দেশে সাধারণ বীমা কোম্পানি হিসেবে পরিচিত নন-লাইফ বীমা কোম্পানির ব্যক্তি এজেন্ট কমিশন উঠে যাচ্ছে। শিগগিরই  বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করবে। এরপর থেকে নন-লাইফ বীমা কোম্পানির প্রিমিয়ামের ওপর ব্যক্তি এজেন্টকে কোনো কমিশন দেওয়া যাবে না।

সোমবার (০১ ডিসেম্বর) বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এক চিঠিতে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) ও দেশে ব্যবসারত সব নন-লাইফ বীমা কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানিয়ে দিয়েছে।

চিঠি অনুসারে, নন-লাইফ বীমা কোম্পানির সব ব্যক্তি-এজেন্টের লাইসেন্স স্থগিত করা হবে। কোম্পানিগুলোকে আগামী ৫ ডিসেম্বরের মধ্যে তাদের ব্যক্তি-এজেন্টদের তালিকা আইডিআরএ’র কাছে পাঠাতে হবে।

ব্যক্তি পর্যায়ে এজেন্ট কমিশন উঠে গেলে নন-লাইফ বীমা কোম্পানিগুলোর আয় ও মুনাফা বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। জানা গেছে, এতদিন আইনসম্মতভাবেই ব্যক্তি-এজেন্টদেরকে প্রিমিয়ামের উপর ১৫ শতাংশ পর্যন্ত কমিশন দেওয়া যেতো।

আইডিআরএ’র চিঠি থেকে জানা গেছে, গত ২৫ নভেম্বর বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন ও দেশের সব নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রধান নির্বাহীর মধ্যে অনুষ্ঠিত সভায় ব্যক্তি এজেন্ট কমিশন শূন্য শতাংশে নামিয়ে আনা ও ব্যক্তি-এজেন্টদের লাইসেন্স স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

লোকবল সংকটের কারণে ব্যক্তি- এজেন্টদের লাইসেন্স স্থগিত ও শূন্য শতাংশ কমিশনের বিষয়টি মনিটর করার বিষয়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে সহযোগিতা করতে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন বলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করতে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনকে একটি ভিজিলেন্স টিম গঠন করতে হবে। কোনো নন-লাইফ বীমা কোম্পানি শূন্য শতাংশ এজেন্ট কমিশনের নির্দেশনা লংঘন করলে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের ভিজিলেন্স টিম তা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে অবহিত করবে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বীমা আইন অনুসারে আইনলংঘনকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

এএইচ/পিএস

Wordbridge School
Link copied!