• ঢাকা
  • বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

১১ দিনে ভরিতে ২৫ হাজার ৬৬১ টাকা বাড়লো সোনার দাম


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২২, ২০২৬, ০৯:৪০ এএম
১১ দিনে ভরিতে ২৫ হাজার ৬৬১ টাকা বাড়লো সোনার দাম

দেশের বাজারে ২৪ ঘণ্টার ব্যবধানে সোনার দাম আবার বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম এক লাফে বাড়ানো হয়েছে ৮ হাজার ৩৩৯ টাকা। এতে এক ভরি সোনার দাম অতীতের সব রেকর্ড ভেঙে ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকা হয়েছে; যা আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

বুধবার (২১ জানুয়ারি) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সংগঠনটি জানিয়েছে, বৈশ্বিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে দাম বেড়েছে।

এর আগে গত পরশু মঙ্গলবার ভালো মানের এক ভরি সোনার দাম বাড়ানো হয়ছিল ৫ হাজার ২৪৯ টাক। তার আগে ২০ জানুয়ারি ৪ হাজার ১৯৯ টাকা, ১৫ জানুয়ারি ২ হাজার ৬২৫ টাকা, ১৩ জানুয়ারি ৪ হাজার ১৯৯ টাকা এবং ১১ জানুয়ারি ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়। অর্থাৎ ছয় দফায় ভালো মানের এক ভরি সোনার দাম বাড়ানো হলো ২৫ হাজার ৬৬১ টাকা।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এখন ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ৪০ হাজার ৯৭৮ টাকায়। ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬ হাজার ৭৪৬ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৬৯ হাজার ৬৫৩ টাকা।

সোনার দাম বাড়ানোর পাশাপাশি রুপার দামও বাড়ানো রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৯২ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৮৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২৩৩ টাকা বাড়িয়ে ৬ হাজার ৫৩২ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৬ টাকা বাড়িয়ে ৫ হাজার ৫৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১৭৭ টাকা বাড়িয়ে ৪ হাজার ১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এম

Wordbridge School
Link copied!