ফাইল ছবি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল আজ বুধবার (২১ জানুয়ারি) প্রকাশ হতে পারে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
বুধবার (২১ জানুয়ারি) মন্ত্রণালয়ের একটি সূত্র গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, ফলাফল তৈরির কাজ শেষ পর্যায়ে। আজ পুরো কাজ শেষ করতে পারলে আজই ফল প্রকাশ করা হতে পারে।
জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়) মো. মোখলেছুর রহমান এনডিসি বলেন, দ্রুত সময়ের মধ্যে সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করা হবে৷ এর বেশি এই মুহূর্তে আর কিছু বলা সম্ভব না।
নাম অপ্রকাশিত রাখার শর্তে গণশিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ নিয়ে সভা হয়েছে। যে কোনো সময় ফল প্রকাশ করা হতে পারে।
ফল জানবেন যেভাবে:
ফলাফল প্রকাশিত হওয়ার পর প্রার্থীরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট dpe.gov.bd অথবা মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopme.gov.bd-এ লগইন করে তাদের ফলাফল (Check Result by Roll Number) দেখতে পারবেন। এছাড়া উত্তীর্ণ প্রার্থীদের মোবাইলে টেলিটকের মাধ্যমে এসএমএস (Primary Result SMS Notification) পাঠিয়েও জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, গত ৯ জানুয়ারি দেশের ৬১ জেলায় এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুরুর আগে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নফাঁসের গুজব, পরীক্ষা চলাকালীন ডিজিটাল জালিয়াতি ও ডিভাইসের মাধ্যমে অসাধু উপায় অবলম্বনের দায়ে ২০৭ জন প্রার্থীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। তবে পরীক্ষায় প্রশ্নফাঁসের সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আজ বিকেলে অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এসএইচ







































