ফাইল ছবি
ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) একীভূত করে একটি জাতীয় স্টক এক্সচেঞ্জ গঠনের বিষয়ে বুধবার (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত সরকারি বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে বৈঠকে কোনো আলোচনা বা এজেন্ডা ছিল না বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে শেয়ারবাজার সংশ্লিষ্ট একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে বৈঠকটির একটি নোটিশকে ঘিরে ডিএসই ও সিএসই একীভূতকরণসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে—এমন খবর গণমাধ্যমে প্রকাশিত হয়। তবে পরে জানা যায়, বৈঠক আয়োজন সংক্রান্ত বিষয়ে উপসচিবের স্বাক্ষরিত দুটি ভিন্ন নোটিশ ছিল।
গত ২২ জানুয়ারি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব হাছান মজুমদারের স্বাক্ষরিত একটি নোটিশে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে ২৮ জানুয়ারি সচিবালয়ে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা উল্লেখ করা হয়। ওই নোটিশে ডিএসই ও সিএসই একীভূত করা, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডকে (সিডিবিএল) শেয়ারবাজারে তালিকাভুক্ত করা এবং সেন্ট্রাল কাউন্টার পার্টি বাংলাদেশ লিমিটেডকে (সিসিবিএল) ডিএসইর সাবসিডিয়ারি হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়গুলো এজেন্ডা হিসেবে ছিল।
তবে একই উপসচিবের স্বাক্ষরিত আরেকটি নোটিশে শেয়ারবাজার নিয়ে বৈঠকের কথা উল্লেখ থাকলেও সেখানে এসব বিষয়ের কোনো উল্লেখ ছিল না।
প্রথম নোটিশের ভিত্তিতে গণমাধ্যমে খবর প্রকাশের পর শেয়ারবাজারে দিনভর নানা গুজব ছড়ায়।
তবে বৈঠক শেষে সংশ্লিষ্ট সূত্র জানায়, ডিএসই–সিএসই একীভূতকরণ, সিডিবিএল তালিকাভুক্তি বা সিসিবিএলকে ডিএসইর সাবসিডিয়ারি করার বিষয়ে কোনো আলোচনা হয়নি।
এএইচ/পিএস







































