• ঢাকা
  • মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পে স্কেল: যাতায়াত ভাতা যে নতুন সুপারিশ


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২১, ২০২৬, ০৮:৪৩ পিএম
পে স্কেল: যাতায়াত ভাতা যে নতুন সুপারিশ

প্রতীকী ছবি

নবম জাতীয় পে স্কেলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াত ভাতা দেওয়ার আওতা বাড়ানোর সুপারিশ করতে যাচ্ছে পে কমিশন। এত দিন ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা এই ভাতা পেলেও নতুন পে স্কেলে ১০ম গ্রেডের কর্মকর্তাদেরও এতে অন্তর্ভুক্ত করার প্রস্তাব থাকছে। তবে ভাতার অঙ্ক আগের মতোই রাখার সুপারিশ করা হচ্ছে।

বুধবার পে কমিশন সূত্রে জানা গেছে, নতুন বেতন কাঠামো প্রণয়নের অংশ হিসেবে ভাতা কাঠামোও পর্যালোচনা করা হচ্ছে। সে অনুযায়ী যাতায়াত ভাতার ক্ষেত্রে এক ধাপ ওপরে থাকা গ্রেডকে যুক্ত করার সিদ্ধান্ত নীতিগতভাবে চূড়ান্ত হয়েছে।

এদিকে ২০২৫–২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে বেতন ও ভাতা খাতে সরকার ২২ হাজার কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ রেখেছে। জানুয়ারি থেকে নতুন বেতন কাঠামো আংশিক বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসেবেই এই বরাদ্দ বাড়ানো হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

তবে পে কমিশনের নিজস্ব হিসাবে, পুরোপুরি নতুন বেতন কাঠামো বাস্তবায়নে সরকারের অতিরিক্ত ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। প্রস্তাবিত কাঠামোয় নিচের দিকের কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও ভাতা তুলনামূলক বেশি বাড়ানোর সুপারিশ রাখা হয়েছে।

পে কমিশন সূত্র জানায়, জানুয়ারি থেকে আংশিকভাবে এবং আগামী জুলাই থেকে নতুন পে স্কেল পুরোপুরি কার্যকর হতে পারে। সেই লক্ষ্যেই প্রাথমিকভাবে বেতন ও ভাতা খাতে অতিরিক্ত ২২ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এসএইচ 

Wordbridge School
Link copied!