• ঢাকা
  • বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নাসিরনগর-মাধবপুর সড়কে ধুলা-কাদায় নিত্যদিনের দুর্ভোগ


আজমান মিয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানুয়ারি ২৮, ২০২৬, ০৫:১৯ পিএম
নাসিরনগর-মাধবপুর সড়কে ধুলা-কাদায় নিত্যদিনের দুর্ভোগ

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে মাধবপুরগামী গুরুত্বপূর্ণ সড়কটির দীর্ঘদিনের বেহাল অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। সড়কটি বর্তমানে বালুময়, খানাখন্দে ভরা ও চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে উঠেছে। প্রতিদিন এই সড়ক ব্যবহার করা শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ এবং যানবাহন চালকদের সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শুষ্ক মৌসুমে এ সড়কে চলাচলের সময় ধুলাবালুর কারণে শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। অন্যদিকে বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই পুরো রাস্তা কাদায় পরিণত হয়। তখন অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। এতে করে সময়মতো স্কুল-কলেজে পৌঁছানো, রোগী পরিবহন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য আনা-নেওয়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয় অটোরিকশা ও মোটরযানচালকদের মতে, প্রতিদিন ঝুঁকি নিয়েই এই সড়কে চলাচল করতে হয়। বৃষ্টি হলে গাড়ি মাঝপথে আটকে যাওয়া নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। অনেক সময় রোগী নিয়ে যেতে বিলম্ব হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

এলাকাবাসী জানান, বছরের পর বছর ধরে শুধু সংস্কারের আশ্বাসই মিলছে, বাস্তবে রাস্তার কোনো উন্নয়ন চোখে পড়ছে না। ফলে সাধারণ মানুষের দুর্ভোগ যেন দেখার কেউ নেই।

স্থানীয় যানচালকদের দাবি, খারাপ রাস্তার কারণে যানবাহনের ক্ষয়ক্ষতি বেড়েছে এবং দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। দ্রুত সড়কটি সংস্কার না করা হলে জনদুর্ভোগ আরও তীব্র আকার ধারণ করবে বলে আশঙ্কা করছেন তারা।

এলাকাবাসী নাসিরনগর-মাধবপুর সড়কটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।

এসএইচ 


 

Wordbridge School
Link copied!