• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ঢাবি ভর্তি পরীক্ষায় ‍‍‘ঘ’ ও ‘চ’ ইউনিট না রাখার সিদ্ধান্ত


ঢাবি প্রতিনিধি নভেম্বর ৮, ২০২০, ০৩:২৬ পিএম
ঢাবি ভর্তি পরীক্ষায় ‍‍‘ঘ’ ও ‘চ’ ইউনিট না রাখার সিদ্ধান্ত

ফাইল ছবি

ঢাকা : আগামী বছর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তিতে ‘ঘ’ ও ‘চ’ ইউনিটে ইউনিটের পরীক্ষা না নেয়ার সিদ্ধান্ত হয়েছে।  কীভাবে চ ইউনিট এবং ঘ ইউনিটকে শুধু ক, খ, গ এ তিনটি ইউনিটের সঙ্গে সমন্বয় করা হবে, সে বিষয়ে পরে বিভিন্ন কলা কৌশল অনুসরণ করা হবে।

রোববার (৮ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্তের পক্ষে মত দিয়েছেন ডিনরা।

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের সভাপতিত্বে উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামালসহ বিভিন্ন অনুষদের ডিনরা উপস্থিত ছিলেন। 

ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ভারপ্রাপ্ত ডিন বলেন, আগামীতে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা না নেয়ার পক্ষে সভায় উপস্থিত ডিনরা সম্মতি দিয়েছেন। ফলে যারা যে বিভাগ থেকে পড়াশোনা করেছে, তারা সেই বিভাগে পরীক্ষা দেবে। এ পরীক্ষার ফলের ভিত্তিতে কেউ যদি বিভাগ পরিবর্তন করতে চান পারবেন। 

তিনি আরও বলেন, ডিনস কমিটির এ সিদ্ধান্ত এরপর একাডেমিক কাউন্সিলে যাবে। সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

 

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!