• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

২২ মার্চের মধ্যে শিক্ষক-কর্মচারীদের টিকা নিবন্ধনের নির্দেশ


নিজস্ব প্রতিবেদক মার্চ ১৮, ২০২১, ০৬:৪৭ পিএম
২২ মার্চের মধ্যে শিক্ষক-কর্মচারীদের টিকা নিবন্ধনের নির্দেশ

ফাইল ফটো

ঢাকা: ৪০ বছরের নিচে যেসব শিক্ষক-কর্মচারী সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধন করতে পারেননি তাদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

তাদের এই লিংকে (forms.gle/nGYYzSsEYy6MFTZ89) প্রবেশ করে ২২ মার্চের মধ্যে তথ্য হালনাগাদ করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) মাউশির পরিচালক অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরীর সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। 

ওই আদেশে বলা হয়, স্কুল-কলেজের সব শিক্ষক-কর্মচারীকে করোনা টিকা নিতে নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু ৪০ বছরের নিচে বেশ কিছু শিক্ষক-কর্মচারী নিবন্ধন করতে সমস্যায় পড়েছেন। ওই লিংকে প্রবেশ করে তথ্য হালনাগাদের পর সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধন সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষক-কর্মচারীরা সুরক্ষা ওয়েবসাইটে প্রবেশ করে করোনা টিকা নেওয়ার জন্য নিবন্ধন করতে পারবেন।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!