• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দেড় বছর পর শিক্ষার্থীদের পদচারণয় ঢাবির লাইব্রেরি


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২৬, ২০২১, ০১:৩৬ পিএম
দেড় বছর পর শিক্ষার্থীদের পদচারণয় ঢাবির লাইব্রেরি

ছবি : সংগৃহীত

ঢাকা : দেড় বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার, বিজ্ঞান গ্রন্থাগার এবং বিভাগীয় সেমিনার লাইব্রেরিগুলো খুলে দেওয়া হয়েছে।

করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর লাইব্রেরি খোলায় প্রাণ পেয়েছে বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের পদচারণায় আবারও মুখর হতে শুরু করেছে ক্যাম্পাস।

দীর্ঘ ১৭ মাস বন্ধ থাকার পর গত ১২ সেপ্টেম্বর খুলে দেওয়া হয় দেশের স্কুল, এরপরের ধাপেই রয়েছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান খোলার পদক্ষেপ।তার আগে খুলে দেওয়া হলো লাইব্রেরি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. নিজামুল হক ভুইয়া বলেন, লাইব্রেরি খোলার আগে আমরা যথেষ্ট প্রস্তুতি গ্রহণ করেছি। থার্মাল স্ক্যানার ও হ্যান্ড স্যানিটাইজার রাখা হয়েছে। স্বাস্থ্যবিধি যেন কঠোরভাবে পালন করা হয় সেদিকে নজর রাখা হচ্ছে। লাইব্রেরিতে শিক্ষার্থী প্রবেশের সংখ্যাও কমানো হয়েছে।

প্রথম দিনে শিক্ষার্থীদেরকেও বেশ সচেতনতা অবলম্বন করতে দেখা গেছে। আবার বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি যেন না হয় সেই বিষয়েও সবাই সতর্ক।

সোনালীনিউজ/এসএন

Wordbridge School
Link copied!