• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি


গোপালগঞ্জ প্রতিনিধি জুন ৮, ২০২২, ০৪:৩০ পিএম
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি

গোপালগঞ্জ : প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবীতে গোপালগঞ্জে মানবন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার (৮ জুন) দুপুর সাড়ে ১২ টায় নিয়োগ পরীক্ষায় অংশ নেয়া গোপালগঞ্জের সাধারণ পরীক্ষার্থীরা এ কর্মসূচী পালন করে। তারা দুপুর ১২ টায় শহরের প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ করে।

সেখানে তারা বিক্ষোভ করে বিভিন্ন স্লোগান দেয়। পরে জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে পৃথকভাবে স্মারকলিপি পেশ করেন।

পরীক্ষার্থীরা জানান, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার কেন্দ্রগুলোতে ব্যপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। শিক্ষকদের সহায়তায় ডিভাইস, মোবাইল ফোন ও এসএমএস-এর মাধ্যমে অনেক পরীক্ষার্থী উত্তর দিয়েছে। এতে যোগ্যরা নিয়োগ পাবেন না।

কর্মসূচীতে অংশ নেয়া পরীক্ষার্থীরা গত ৩ জুন অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতি হওয়ায় উক্ত পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেয়ার দাবি জানান।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!