• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

ঢাবি সাইন্স লাইব্রেরি স্পোর্টিং ক্লাবের সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক করিম


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৩, ২০২৪, ০৬:০৫ পিএম
ঢাবি সাইন্স লাইব্রেরি স্পোর্টিং ক্লাবের সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক করিম

ঢাকা: প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও মননচর্চায় বাংলাদেশ ও বিশ্বে পরিচিত। 

একাডেমিক ও চাকরির পড়াশোনার জন্য ব্যাপক চাপ যায় প্রতিটি শিক্ষার্থীর। বিভিন্ন হল ও সাইন্স লাইব্রেরীতে পড়ুয়া শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক  চাপ কমাতে খেলাধুলা একটু উত্তম  মাধ্যম হিসাবে কাজ করে।

এই চিন্তা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাইন্স লাইব্রেরী পড়ুয়া শিক্ষার্থীদের সাইন্স লাইব্রেরী স্পোর্টিং ক্লাব বিভিন্ন সময় বিভিন্ন খেলাধুলা ও টুর্নামেন্টের আয়োজন করে আসছে।

নিজদের মধ্যে সামাজিক বন্ধন ও তারুণ্য ধরে রাখতে  ঢাবি সাইন্স লাইব্রেরি স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বিজয় একাত্তর হলের কৃতি শিক্ষার্থী নাজমুল হাসান সোহাগ। সাধারণ সম্পাদক করা হয়েছে অমর একুশে হলের আরেক কৃতি শিক্ষার্থী আব্দুল করিমকে। 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে  উপদেষ্টামন্ডকী ও সদস্যদের  আলোচনা সভার মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সহ সভাপতি হিসেবে রয়েছেন মো.আরিফুল হাসান,লায়েল হাসান,হিমেল হামিদ,গোলাম সাঈদ,ইমরানুল হক,সোহাইল সাবিদ সৌমিক,উমর,রিয়াদ ও সাব্বির রহমান।

যুগ্ম সাধারণ সম্পাদক, মো. আকবর আলী, ভুবন সরকার রণি। সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন, ইয়াসিন আরাফাত কাব্য।সহ সাংগঠনিক সম্পাদক এনামুল।

সদস্য হিসেবে রয়েছেন, ইয়াসীর আরাফাত, আদনান ভূইয়া, নকীব হাসান, মাহমুদুল হাসান ওয়ালিদ ও আজমাইন আবরার অমি।

উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে রয়েছেন, এড.এসপি রাসেল মনির, এডভোকেট রাশেদুল মিরাজ, হাবিবুর রহমান সাগর, রাকিবুল হাসান রাকিব, রফিকুল ইসলাম রফিক, শাকিল, মো.আক্তারুজ্জামান জনি ও রাফসান ইসলাম। 

সভাপতি নাজমুল হাসান সোহাগ বলেন, আমাদের উপর যে দায়িত্ব আজ দেওয়া হলো তা আমরা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পালন করবো ইনশাআল্লাহ। 

উপদেষ্টা মন্ডলীর সদস্য রাকিবুল ইসলাম বলেন সায়েন্স লাইব্রেরী স্পোর্টিং ক্লাবের প্রতিটি সদস্য নিয়মিত মাঠে এসে অনুশীলন করবে। নিজেদের পাশাপাশি  অন্যদের মানসিক বিকাশে ফুটবল ক্রিকেট, ভলিবল, ব্যাটমিন্টনসহ সকল খেলায় হান্ডেড পার্সেন্ট উপস্থিত হয়ে খেলা চালু রাখবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।

এআর

Wordbridge School
Link copied!