• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১

পাবিপ্রবি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


পাবনা প্রতিনিধি নভেম্বর ৭, ২০২৪, ১১:১৪ পিএম
পাবিপ্রবি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পাবনা: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) কর্মরত দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা ও তৃতীয় শ্রেণীর কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দিনব্যাপী ইনষ্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল।

ওয়ার্কশপ অন অফিসিয়াল রুলস, রেগুলেশন এন্ড প্রটোকল, ডিউটিস এন্ড রেসপনসিবিলিটিস; ফাইল এন্ড রেকর্ড ম্যানেজমেন্ট এন্ড ফিজিওলজিক্যাল সেফটি এট ওয়ার্কপ্লেস ফর বেটার সার্ভিস ডেলিভারি- শীর্ষক দুইটি পর্বে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

সকালের পর্বে দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল বলেন, দেশের উন্নতির জন্য সবাইকে দক্ষ হয়ে গড়ে উঠতে হবে। আমরা চাই এই বিশ্ববিদ্যালয়কে আধুনিক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে। এখন ব্যক্তিগত স্বার্থ না দেখে বৃহত্তর স্বার্থ দেখতে হবে, ত্যাগের মানসিকতা অর্জন করতে হবে। পেশাগত দক্ষতা বৃদ্ধির কোন বিকল্প নাই। পেশাগত কাজের মান বৃদ্ধি করতে হবে। অফিসিয়াল আইন নিয়মনীতি বিধি বিধান সবাইকে মেনে কাজ করলে পরিবর্তন আসবে। বর্তমান প্রজম্মের বড় দাবী-পরিবর্তন। নতুন সিস্টেম দাঁড় করানো। বর্তমান প্রজম্মের দাবী অনুযায়ী আমরা নিজেদেরকে পরিবর্তন করলে জাতি উপকৃত হবে। জাতি উপকৃত হলে আমাদের সন্তানরা উপকৃত হবে।

দ্বিতীয় পর্বে তৃতীয় শ্রেণীর কর্মচারীদের প্রশিক্ষণের উদ্বোধনী বক্তব্যে উপাচার্য কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, আপনারা আমাদের সম্পদ। আপনাদের নিজেদেরকে তুলে ধরার যথেষ্ট সুযোগ আছে। নিজ নিজ জায়গা থেকে মানসম্মত কাজ করবেন। স্ব-স্ব ক্ষেত্রে নিজের যথাযথ দায়িত্ব পালন করবেন। সুন্দর কর্মক্ষেত্র আপনারা গড়ে তুলবেন।

ইনষ্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. মোঃ  শামীম রেজার সভাপতিত্বে এতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক আ. ত.ম. আব্দুল্লাহেল বাকী ও সহকারী পরিচালক মোঃ মামুনুর রশিদ।

শুভেচ্ছা বক্তব্য দেন আই কিউ এসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. নূরে আলম ও অতিরিক্ত রেজিস্ট্রার কামরুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আই কিউ এসি’র অতিরিক্ত পরিচালক আশফাকুর রহমান।

এসএস

Wordbridge School
Link copied!