• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

বেরোবিতে মদ খেয়ে শিক্ষার্থীকে উত্ত্যক্ত, ২ বহিরাগত আটক


বেরোবি প্রতিনিধি নভেম্বর ৮, ২০২৪, ০৩:৫১ পিএম
বেরোবিতে মদ খেয়ে শিক্ষার্থীকে উত্ত্যক্ত, ২ বহিরাগত আটক

রংপুর: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) মদ খেয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থীকে উত্ত্যক্তের দায়ে দুই বহিরাগতকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।

আটক দুজন হলেন স্থানীয় পার্কের মোড়ের সেলুন দোকানি শিমুল (২৫) ও আবির (২০)।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে ক্যাম্পাসের ক্যাফেটেরিয়ার সামনে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পিকনিক করার সময় এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানান, বহিরাগত দুজন মদ খেয়ে ওই বিভাগের একজনের কাছে ফুল চায় এবং ছবি তুলতে চায়। গায়ে পড়ে কথা বলতে থাকে। এই রকম মাতলামি দেখে তার বন্ধুরা ওই দুজনকে ধরে বিশ্ববিদ্যালয়ে পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করেন। সেখান থেকে তাদের সরাসরি তাজহাট থানায় চালান দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়েল প্রক্টর ড. মো ফেরদৌস রহমান বলেন, উত্ত্যক্ত করার দায়ে বহিরাগত দুজনকে আটক করে থানায় পাঠানো হয়েছে। সংরক্ষিত এলাকায় মাদক সেবনের অপরাধে তাদের নামে অবশ্যই মামলা করা হবে।

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহালম সরদার বলেন, আমরা খবর পেয়ে গাড়ি পাঠিয়েছি। তাদের থানায় নিয়ে আসা হচ্ছে। আসামিদের বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এসএস

Wordbridge School
Link copied!