• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

‘ডেথ অফ এডুকেশন’ কর্মসূচী পালন করলো তিতুমীরের শিক্ষার্থীরা


তিতুমীর কলেজ প্রতিনিধি নভেম্বর ১০, ২০২৪, ০৩:৫৬ পিএম
‘ডেথ অফ এডুকেশন’ কর্মসূচী পালন করলো তিতুমীরের শিক্ষার্থীরা

ঢাকা: সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রুপান্তরের দাবিতে ‘ডেথ অফ এডুকেশন’ কর্মসূচি পালন করেছে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।

রোববার (১০ নভেম্বর) বেলা ১২ টায় ‘ডেথ অফ এডুকেশন’ শোভাযাত্রার আয়োজন করে শিক্ষার্থীরা৷ শহীদ মামুন চত্বর থেকে শোভাযাত্রা শুরু করে ক্যান্টিন ঘুরে কলেজের প্রধান ফটকের সামনে এসে সমাপ্ত হয়।

এসময় শিক্ষার্থীরা তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় রুপান্তরের যৌক্তিকতা তুলে ধরে৷ এছাড়াও শিক্ষার্থীরা তিতুমীর কলেজ ও সাত কলেজের ভোগান্তির কথা তুলে ধরে অবিলম্বে অধিভুক্তি বাতিল করে তিতুমীর কলেজকে স্বাধীন ও স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গড়ার দাবি জানায়। শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেন।

‘ডেথ অফ এডুকেশন’ কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, শিক্ষার মান বাড়াতে তিতুমীরকে বিশ্ববিদ্যালয় রুপান্তরের বিকল্প নেই৷ বর্তমান শিক্ষা ব্যবস্থা আর জীবিত নেই তাই আমরা ডেইথ অফ এডুকেশন কর্মসূচি পালন করছি৷ সেই সাথে আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি যাতে কোন ধরনের জনদুর্ভোগ সৃষ্টি না হয়৷ কিন্তু আমাদের দাবি মেনে নেওয়া না হলে আমরা বৃহৎ কর্মসূচি দিতে বাধ্য হব।

আন্দোলনকারী শিক্ষার্থীদের ৩ দফা দাবি গুলো হলো- ১. ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্তি বাতিল করে ৭ কলেজ থেকে তিতুমীর কলেজকে পৃথক করতে হবে। ২. তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে কমিশন গঠন করতে হবে। ৩. তিতুমীরকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন করতে হবে।

এসএস

Wordbridge School
Link copied!