• ঢাকা
  • রবিবার, ০৮ ডিসেম্বর, ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১

ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘ব্রেকিং ব্যারিয়ার্স’ শীর্ষক তথ্যচিত্র প্রদর্শনী


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১০, ২০২৪, ০৪:৩৩ পিএম
ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘ব্রেকিং ব্যারিয়ার্স’ শীর্ষক তথ্যচিত্র প্রদর্শনী

ঢাকা: ব্র্যাক ইউনিভার্সিটিতে সম্প্রতি ‘ব্রেকিং ব্যারিয়ার্স’ শীর্ষক একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়েছে। এই তথ্যচিত্রে বাংলাদেশের উচ্চশিক্ষায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও চ্যালেঞ্জগুলোকে তুলে ধরা হয়। 

এই তথ্যচিত্রটি নির্মাণ করেছেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী উম্মে মাইমুনা, আতিকুর রহমান প্রিয়ম, পার্থ চৌধুরী এবং তানভীর হাসান। তথ্যচিত্রটি নির্মাণে নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করেছেন স্কুল অব জেনারেল এডুকেশনের সিনিয়র লেকচারার দিনা হোসেন। তথ্যচিত্রটিতে ব্র্যাক ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রহিম ভুঁইয়ার জীবন সংগ্রামের গল্প উঠে এসেছে। যেখানে দেখানো হয়েছে বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামো এবং নীতিমালায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের চাহিদার বিষয়গুলোতে সেভাবে গুরুত্বারোপ করা হয়নি যতোটা গুরুত্ব দেওয়া প্রয়োজন ছিল।

ব্রেকিং ব্যারিয়ার্স তথ্যচিত্রটি তরুণ চলচ্চিত্র নির্মাতাদের গল্পের মাধ্যমে সামাজিক ন্যায়বিচার ও নাগরিক সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার একটি উদ্যোগ। এই তথ্যচিত্রটি বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষানীতি প্রণয়নের প্রয়োজনীয়তাকে তুলে ধরেছে। সেই সাথে এখানে শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনের অবকাঠামোগত ও সামাজিক বাধাগুলোকে তুলে ধরা হয়েছে। 

এই তথ্যচিত্রটিতে ব্র্যাক ইউনিভার্সিটির নতুন ক্যাম্পাসকে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য একটি মডেল বিশ্ববিদ্যালয় হিসেবে তুলে ধরা হয়েছে। ব্র্যাক ইউনিভার্সিটির নতুন ক্যাম্পাসে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য সকল ধরণের সুবিধা রয়েছে যেখানে তারা কারও সাহায্য ছাড়াই সব জায়গায় স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন। ব্রেকিং ব্যারিয়ার্স তথ্যচিত্রে শিক্ষায় একটি অন্তর্ভুক্তিমূলক সমন্বিত পদ্ধতি গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। এতে সহায়ক অবকাঠামো ও অন্তর্ভুক্তিমূলক নীতিমালার সমন্বয় নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়, যা সারাদেশে শিক্ষার্থীদের শিক্ষার উপযোগী পরিবেশ তৈরিতে সহায়তা করবে।

চলচ্চিত্র প্রদর্শনী শেষে নির্মাতারা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। পরিচালক উম্মে মাইমুনা তথ্যচিত্রটি নির্মাণের সময় তাদের যে আবেগঘন ও বাস্তব চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে একটি প্যানেল আলোচনার আয়োজন করা হয়। স্কুল অব জেনারেল এডুকেশনের সিনিয়র লেকচারার ফাহমিদা রহমানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন টিম ইনক্লুশনের প্রতিষ্ঠাতা এবং এক্সিকিউটিভ ডিরেক্টর জহিরুল ইসলাম, ব্র্যাক ডিজাবিলিটি ইনক্লুশনের প্রধান মোঃ জাহিদুল ইসলাম এবং ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অব জেনারেল এডুকেশনের ডিন ড. সামিয়া হক। সমতাভিত্তিক এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রতি ব্র্যাক ইউনিভাসিটির প্রতিশ্রুতিসমূহকে তিনি তুলে ধরেন।  এই তথ্যচিত্র এবং আলোচনা অনুষ্ঠানটি উচ্চশিক্ষায় অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পথে ব্র্যাক ইউনিভার্সিটির অঙ্গীকারের প্রতিচ্ছবি যা দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যও একটি উদাহরণ হিসেবে কাজ করবে।

এসএস

Wordbridge School
Link copied!