• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কুবিতে ১ম বারের মতো আয়োজিত হচ্ছে ‘ক্যারিয়ার সামিট’


কুবি প্রতিনিধি নভেম্বর ২৬, ২০২৪, ০৭:১৫ পিএম
কুবিতে ১ম বারের মতো আয়োজিত হচ্ছে ‘ক্যারিয়ার সামিট’

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ‘স্কিল ডেভেলপমেন্ট ক্লাব অফ কুমিল্লা ইউনিভার্সিটি’ এবং ‘কুমিল্লা ইউনিভার্সিটি আইটি সোসাইটি’-র যৌথ উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ক্যারিয়ার সামিট ২০২৪। আগামী ৩০ নভেম্বর (শনিবার) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স কক্ষে এই অনুষ্ঠান আয়োজিত হবে বলে নিশ্চিত করেছেন উক্ত আয়োজনের কো-চেয়ারম্যান হুরে জান্নাত অর্না। 

এই আয়োজনে বক্তব্য রাখবেন গ্রামীন ড্যানোন ফুডস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর দীপেশ নাগ, বিক্রয় ও বিপণন শাখার প্রধান সুরায়া সিদ্দিকা, হালিমা গ্রুপের চেয়ারম্যান আবুল কালাম হাসান টগর, গানচিল মিউজিকের প্রতিষ্ঠাতা আসিফ ইকবাল, একসাথে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুনাফ মুজিব চৌধূরী, নিজের বলার মতো একটি কথা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জাহিদ, পারটেক্স গ্রুপের ব্যবসায় শাখার প্রধান সায়েদুল আজহার সারোয়ারসহ আরও অনেকে।

এ বিষয়ে কো-চেয়ারম্যান হুরে জান্নাত অর্না বলেন, ‘আমাদের এবারের প্রচেষ্টা হচ্ছে দেশের এমন কিছু গুণিমানী সুনাম ধন্য ব্যক্তিত্বদের নিয়ে আসা যারা পরবর্তী প্রজন্মকে তাদের ক্যারিয়ার সম্পর্কে দিক নির্দেশনা দিতে পারবেন এবং তাদের জীবনের অভিজ্ঞতা থেকে কিছু শিখাতে পারবেন। আমাদের সাথে যুক্ত হয়েছে এমন কিছু ব্যক্তিত্ব, যাদের অভিজ্ঞতা আর গল্প সত্যিই বদলে দিতে পারে শিক্ষার্থীদের ভাবনা। ব্রান্ডিং, উদ্যোক্তা, আইটি, সেলস—যে ক্ষেত্রেই হোক, তাদের কথা শুনে ভবিষ্যৎ নিয়ে নতুন দিশা খুঁজে পাবেন শিক্ষার্থী এটাই আমাদের প্রত্যাশা।’ 

তিনি আরও বলেন, কীরন প্রেজেন্টস কুমিল্লা ইউনিভার্সিটি ক্যারিয়ার সামিট ২০২৪ এর এবারের থিম হচ্ছে ‘সিজ দ্যা ডে’। আমাদের টাইটেল স্পন্সর ‘কীরন’ এবং পাওয়ার্ড বায় থ্রাইভ লি.। আমাদের এ ইভেন্ট এক্সিলেন্স বাংলাদেশ এর এসোসিয়েশন, স্কিল ডেভেলপমেন্ট ক্লাব অফ কুমিল্লা ইউনিভার্সিটি আর কুমিল্লা ইউনিভার্সিটি আইটি সোসাইটির পার্টনারশিপে অনুষ্ঠিত হচ্ছে।

উল্লেখ্য, এই সামিটে অংশগ্রহণ করতে ‘https://couits.com/career/’ এই লিংকে গিয়ে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে হবে।

এসএস

Wordbridge School
Link copied!