• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩০

আইএসইউ টেক্সটাইল ক্লাবের আয়োজনে সেমিনার অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৫, ২০২৪, ০৮:৩৩ পিএম
আইএসইউ টেক্সটাইল ক্লাবের আয়োজনে সেমিনার অনুষ্ঠিত

ঢাকা: ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং, সাসটেইনেবিলিটি এবং ফ্যাশন সাপ্লাই চেইনে ডিজিটালাইজেশন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে আইএসইউ টেক্সটাইল ক্লাবের আয়োজিত অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান।

সেমিনারে প্রধান বক্তা ছিলেন মার্কস এন্ড স্পেনসারের এরিয়া বিজনেস ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন এবং আলিগঞ্জ ডট কম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার কাউসার আলম শিকদার।

উপাচার্য বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে প্রশিক্ষণের বিকল্প নেই। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সেক্টরে দক্ষ মানবসম্পদ তৈরী হলে দেশের কর্মক্ষেত্রে বিদেশিদের উপর নির্ভরশীলতা কমবে। আন্তর্জাতিকমানের টেক্সটাইল ইঞ্জিনিয়ার তৈরিতে আইএসইউ বদ্ধপরিকর।

আইএসইউ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন প্রফেসর ইঞ্জিনিয়ার আব্দুল বাসেদ মিয়ার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার মো: ফাইজুল্লাহ কৌশিক। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন প্রফেসর ড. মনজুর মোর্শেদ মাহমুদ ও ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক প্রফেসর মোহাম্মদ আলী। এছাড়াও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসএস

Wordbridge School

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!