• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দাবি নিয়ে যমুনায় শিক্ষক প্রতিনিধিদল


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৪, ২০২৫, ০৬:৪৮ পিএম
দাবি নিয়ে যমুনায় শিক্ষক প্রতিনিধিদল

ঢাকা : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডের দাবি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাচ্ছেন শিক্ষকদের ১০ সদস্যের প্রতিনিধি দল। 

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে শাহবাগ থানার ভেতর থেকে একটি পুলিশ ভ্যানে যমুনার উদ্দেশে রওয়ানা দিয়েছেন তারা।

প্রতিনিধি দলে রয়েছেন মো. মাহবুবুর রহমান, মো. লুৎফর রহমান, মনিবুল হক বসুনিয়া, মো. মোয়াজ্জেম হোসেন শাহীন, আব্দুল মান্নান, জুয়েল, বিজয় কর্মকার, শামীমা নাসরিন, সিরাজুল ইসলাম ও খায়রুন নাহার লিপি।

তারা জানিয়েছেন, শিক্ষকদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কাছে দাবি পেশ করা হবে। তারা প্রধান উপদেষ্টাকে একটি স্মারকলিপিও দেবেন।

এর আগে সকাল ১০টা থেকে একই দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করছেন তারা। ভোর থেকেই দেশের বিভিন্ন জেলার প্রাথমিক সহকারী শিক্ষকরা এসে জড়ো হন কেন্দ্রীয় শহীদ মিনারে। পরে বিকেলে পৌনে ৪টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন ‘যমুনা’ অভিমুখে মিছিল শুরু করেন শিক্ষকরা।

মিছিলটি শাহবাগ এলাকায় এলে আটকে দেয় পুলিশ। পরে সেখানেই সমাবেশ করেন প্রাথমিকের শিক্ষকরা। বিকেল ৫টার পর শাহবাগ থানার একটি পুলিশ ভ্যানে করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশে রওনা দেয় শিক্ষকদের একটি প্রতিনিধিদল।

এমটিআই

Wordbridge School
Link copied!