• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

তিতুমীরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি ঘোষণা


ক্যাম্পাস প্রতিনিধি জানুয়ারি ২৮, ২০২৫, ০২:৪৬ পিএম
তিতুমীরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি ঘোষণা

ঢাকা: তিতুমীর কলেজ শাখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে ১৮-১৯ বর্ষের আলাউদ্দিন মিনহাজকে আহ্বায়ক ও ১৯-২০ বর্ষের সাখাওয়াত হোসেনকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে। 

সাবেক সরকার পতন আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের ভেরিফাইড ফেসবুক পেজে ২৭ জানুয়ারী (সোমবার) দিবাগত রাতে ফেসবুক পোস্টের মাধ্যমে কমিটি প্রকাশ করে। 

ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে ১২ পৃষ্ঠাবিশিষ্ট এক পোস্টে দেখা যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত ১২ পৃষ্ঠায় মোট ২৪৩ জনকে সদস্য করে আগামী ৬ মাসের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারি তিতুমীর কলেজ শাখার আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে। 

এছাড়াও মো: কামরুল হাসান সুজনকে মুখ্য সংগঠক এবং সিনথিয়া সুমাইয়া কে মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটিতে ১৩ জন যুগ্ম আহ্বায়ক, ১২ জন যুগ্ম সদস্য সচিব, ২২ জন সংগঠক এবং ১৯২ জন সদস্য রয়েছে।

ইউআর
 

Wordbridge School
Link copied!