• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কর্মসূচি স্থগিত, বিকালে সংবাদ সম্মেলনে আসছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ০৪:৫১ পিএম
কর্মসূচি স্থগিত, বিকালে সংবাদ সম্মেলনে আসছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

ঢাকা : সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের কর্মসূচি থেকে সরে এসে নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন করার সিদ্ধান্ত জানিয়েছে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়।

বৈষম্য বিরোধী আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এম জে এইচ মঞ্জু বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এ সিদ্ধান্ত জানান।

তিনি বলেন, আমরা আমাদের আজকের কর্মসূচি স্থগিত করেছি। সকাল ৮টায় এ সিদ্ধান্ত নিয়েছি। পরবর্তী কর্মসূচি বিকেল ৪টায় নতুন দলের সাথে সংবাদ সম্মেলন।

আগের দিন বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে নতুন ছাত্রসংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের আত্মপ্রকাশকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়।

মধুর ক্যান্টিনের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের একটি পক্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কমিটিতে রাখার দাবিতে স্লোগান দিচ্ছিলেন। অন্যদিকে আরেক পক্ষ খসড়া কমিটি বহাল রেখেই কমিটি ঘোষণা চাইছিলেন। এ নিয়ে উত্তেজনার এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়।

ওই ঘটনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে দাবি করে বৃহস্পতিবার বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন এবং দাবি পূরণ না হলে পরদিন ‘ঢাকা ব্লকেড’কর্মসূচির ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা।

বুধবার রাতে রাজধানীর বাংলামোটর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাইম আবেদিন এবং সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক এম জে এইচ মঞ্জু। পরে রাত ১১টার দিকে তারা সড়ক ছাড়েন।

নাঈম আবেদিন সে সময় বলেন, প্রাইভেট রক্ত মাড়িয়ে তারা এই ছাত্রসংগঠন করতেছে। প্রাইভেটের রক্তের ওপর দাঁড়ায়া সব উপদেষ্টা হইছে। প্রাইভেটের রক্তের ওপর এ দেশ স্বাধীন হইছে। কিন্তু নেতৃত্বে প্রাইভেটকে বঞ্চিত রাখা হয়েছে।

আজকে নতুন ছাত্রসংগঠনে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ন্যাশনাল, মাদরাসা, সাত কলেজ প্রাইভেট বিশ্ববিদ্যালয় কাউকে রাখে নাই। তারা আমাদের বাদ রাখলে পুরো ‘ঢাকা ব্লকেড’ করে দেব। কোনো দল কিছুই হইতে দিব না।

এমটিআই

Wordbridge School
Link copied!