• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে তিতুমীর শিক্ষার্থীদের বিক্ষোভ


নিজস্ব প্রতিবেদক:  মার্চ ৯, ২০২৫, ০৯:৫৪ পিএম
ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে তিতুমীর শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা: সারাদেশে মাত্রাতিরিক্ত ধর্ষণের বিরুদ্ধে এবং ধর্ষকদের শাস্তির দাবিতে রাজধানীর সরকারি তিতুমীর কলেজ সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ মার্চ) সন্ধ্যা ৭ টায় মিছিলটি তিতুমীর ক্যাম্পাসের শহীদ মামুন চত্বর থেকে মেইন গেইট হয়ে ওয়ারলেস-টিভিগেইট ঘুরে ক্যাম্পাসের মূল ফটকে এসে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়, ‘তুমি কে? আমি কে? আছিয়া, আছিয়া। ধর্ষকদের ঠিকানা, এই বাংলায় হবে না। দড়ি লাগলে দড়ি নে, দর্ষকদের ফাঁসি দে!’ 

ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সিনথিয়া সুমাইয়া নামে এক শিক্ষার্থী বলেন, "বাংলাদেশের আইনে আছে ধর্ষকদের সাজা হবে যাবজ্জীবন কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত! কিন্তু এর কোন দৃশ্যমান বাস্তবায়ন বাংলাদেশে দেখিনি, নারী হিসেবে এটি লজ্জার বিষয়। ২৪ ঘন্টার ভিতরে আছিয়ার ধর্ষণকারীদের আদালতে তুলতে হবে।"

বিক্ষোভে অংশ নেয়া আরেক শিক্ষার্থী নিরব হোসেন সুজন বলেন, "আমরা ২৪ এর জুলাইয়ে রক্ত দিয়েছি নারীদের স্বাধীনতার জন্য, ছোট্ট শিশুকে ধর্ষিতা হওয়ার জন্য নয়। আমরা বলতে চাই এই ধর্ষকদের বিচার দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করুন। যদি আমরা দেখি আপনারা বিচার নিশ্চিত না করেছেন, তাহলে আপনাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবো।"

আইএ

Wordbridge School
Link copied!