• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৪ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বরিশালের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে ব্র্যাকের ভাসমান শিক্ষা তরী


বরিশাল প্রতিনিধি: মার্চ ১৫, ২০২৫, ০৮:০৯ পিএম
বরিশালের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে ব্র্যাকের ভাসমান শিক্ষা তরী

বরিশাল: ব্র্যাকের উদ্যোগে শুরু হওয়া ভাসমান শিক্ষা তরী এখন প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের জন্য এক আশার আলো হয়ে উঠেছে। বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দী ইউনিয়নের সন্ধ্যা নদীর শাখা নদীতে ভাসমান এই তরীগুলোর মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য শিক্ষার সুযোগ সৃষ্টি করা হচ্ছে।

ব্র্যাকের এই শিক্ষা কর্মসূচির আওতায়, শিক্ষার্থীরা গণিত, বিজ্ঞান, মূল্যবোধ ও শিষ্টাচার শেখার সুযোগ পাচ্ছে। সরেজমিনে ভাসমান তরীর ভিতরে প্রবেশ করলে দেখা যায়, প্রতিটি তরী শিশুদের উপযোগী নানা শিক্ষাসামগ্রী দিয়ে সাজানো, যা একটি বিদ্যালয়ের মতো দেখতে। শিক্ষার্থীরা সহজ উপকরণের মাধ্যমে বিভিন্ন বিষয়ের শিক্ষা গ্রহণ করছে।

এ ধরনের শিক্ষা কার্যক্রমে প্রতিটি নৌকায় একজন শিক্ষক তত্ত্বাবধানে প্রায় ৩০ জন শিক্ষার্থী ক্লাস করতে পারে। দেশের হাওর, দ্বীপ, চর ও দুর্গম অঞ্চলের শিশুরা ১০ থেকে ১৪ দিনব্যাপী এই বিশেষ শিক্ষা কর্মসূচিতে অংশগ্রহণ করে।

ব্র্যাকের প্রোগ্রাম অর্গানাইজার মো. সোহেল রানা জানান, নদীর পার্শ্ববর্তী বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের শিক্ষার্থীদের এই ভাসমান শিক্ষা তরীতে আমন্ত্রণ জানানো হয়। শিক্ষার্থীদের বিশেষ পদ্ধতিতে শিখন শেখানোর পর, ভাসমান তরী আবার অন্য কোথাও নোঙর করে, এবং এইভাবে বছরব্যাপী শিক্ষা কার্যক্রম চলতে থাকে।

আইএ

Wordbridge School
Link copied!