• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

এসএসসি পরীক্ষা একমাস পেছানোর দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৩, ২০২৫, ০৫:৫৩ পিএম
এসএসসি পরীক্ষা একমাস পেছানোর দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক

ঢাকা : এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১০ এপ্রিল শুরু হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীরা সূচি পরিবর্তনের দাবিতে অসহযোগ আন্দোলনে নেমেছে। তারা পরীক্ষার তারিখ এক মাস পিছিয়ে দেওয়া এবং পরীক্ষার মাঝে পর্যাপ্ত বিরতি রাখার দাবি জানিয়েছে।  

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বেলা ১১টা থেকে জাতীয় শহীদ মিনারের সামনে শুরু হওয়া এই আন্দোলন বিকেল ৫টা পর্যন্ত চলবে, যা ঢাকা শিক্ষাবোর্ড পর্যন্ত বিস্তৃত থাকবে। অন্যদিকে, বিভিন্ন জেলার শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাবোর্ড কার্যালয়ের সামনে বিক্ষোভ করছে।

ক্ষেতে পানি দেওয়া নিয়ে সংঘর্ষ চা বিক্রেতা নিহতক্ষেতে পানি দেওয়া নিয়ে সংঘর্ষ চা বিক্রেতা নিহত
 
এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসএসসি পরীক্ষার্থীরা স্পষ্ট জানিয়ে দিয়েছে—তাদের দাবি পূরণ না হলে তারা পরীক্ষায় অংশ নেবে না।  

শিক্ষার্থীদের দাবিগুলো হলো:  

# পরীক্ষা এক মাস পিছিয়ে দেওয়া  

# প্রতিটি পরীক্ষার মাঝে ৩-৪ দিনের বিরতি রাখা  

পরীক্ষার্থীদের মতে, রমজান মাসে রোজা রেখে ভালোভাবে প্রস্তুতি নেওয়া কঠিন হয়েছে। পাশাপাশি, ঈদের পরপরই পরীক্ষা শুরু হলে পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ মিলছে না। তাই এক মাস সময় পেলে তারা ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে।  

তাদের আরেকটি উদ্বেগ গরমের তীব্রতা। একটানা পরীক্ষা দিলে শারীরিক অসুস্থতা বাড়তে পারে, বিশেষত দূরবর্তী কেন্দ্রের শিক্ষার্থীদের জন্য। তাই প্রতিটি পরীক্ষার মাঝে পর্যাপ্ত বিরতি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে তারা।

এমটিআই

Wordbridge School
Link copied!