• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ব্র্যাক ইউনিভার্সিটিতে বর্ণিল আয়োজনে সপ্তাহব্যাপী পহেলা বৈশাখ উদযাপন


সংবাদ বিজ্ঞপ্তি এপ্রিল ১৫, ২০২৫, ০৭:৩৮ পিএম
ব্র্যাক ইউনিভার্সিটিতে বর্ণিল আয়োজনে সপ্তাহব্যাপী পহেলা বৈশাখ উদযাপন

ঢাকা: উৎসবমুখর আয়োজনে বাংলা নতুন বছরকে বরণ করেছে ব্র্যাক ইউনিভার্সিটি। বর্ষবরণ করতে মঙ্গলবার (১৫ এপ্রিল) রাজধানীর মেরুল বাড্ডা ক্যাম্পাসে ছিল বর্ণিল সব আয়োজন। ছিল বাউল সঙ্গীত পরিবেশনা, ঐতিহ্যবাহী খাবার এবং বাঙালি সংস্কৃতির নানা দিক। সপ্তাহব্যাপী এ আয়োজন চলবে ২২ এপ্রিল পর্যন্ত। 

বর্ণিল শোভাযাত্রা, বৈশাখী মেলা এবং নান্দনিক সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে সপ্তাহব্যাপী বাংলা নতুন বছরকে বরণ করছেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক- শিক্ষার্থী-কর্মীরা।

এদিন বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ও প্রবেশপথগুলোকে গ্রামীণ পরিবেশের সাজ দেওয়া হয়। রঙিন ও ঐতিহ্যবাহী পোশাক পড়েন শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীরা। নারী শিক্ষার্থী ও কর্মীরা ফুলের মালায় সেজে বাড়িয়ে তোলেন উৎসবের আনন্দ।

সাভারে অবস্থিত রেসিডেনশিয়াল সেমিস্টারের শিক্ষার্থীরা রঙিন আলপনায় পুরো ক্যাম্পাসকে রাঙিয়ে তোলেন। মেলায় ছিল হস্তশিল্পের স্টল। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠেন শিক্ষার্থীরা।

মেরুল বাড্ডা ক্যাম্পাসে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় ব্যান্ড দল বাউলা। অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মীরা। এছাড়াও বিভিন্ন ঐতিহ্যবাহী খাবারের পরিবেশনা ছিল অনুষ্ঠানে।

সপ্তাহব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার। তিনি বলেন, পহেলা বৈশাখ আমাদের জাতীয় পরিচয়ের এক গুরুত্বপূর্ণ প্রতীক। এই উৎসব আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে লালন করে এবং আমাদের সবাইকে একত্রিত করে।

অনুষ্ঠানে বক্তব্য দেন ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড এবং অফিস অফ কমিউনিকেশন্স এর ডিরেক্টর খায়রুল বাশার।

আইএ

Wordbridge School
Link copied!