• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্রাথমিক বিদ্যালয়ে ১০ হাজার ২১৯ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৫, ২০২৫, ১১:২৩ পিএম
প্রাথমিক বিদ্যালয়ে ১০ হাজার ২১৯ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের বড় উদ্যোগ শুরু হলো। বুধবার (৫ নভেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ১০ হাজার ২১৯ জন সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রথম ধাপে রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে শূন্য পদের বিপরীতে নিয়োগ কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি পরবর্তী ধাপে প্রকাশ করা হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার জাতীয় পত্রিকাগুলোতেও বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

এর আগে চলতি বছরের ২৮ আগস্ট ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পরে কিছু সংশোধনের পর ২ নভেম্বর নতুনভাবে বিধিমালা প্রকাশ করা হয়।

নতুন বিধিমালায় ‘অন্যান্য বিষয়ে’ শব্দের পরিবর্তে ‘বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে অন্যূন’ শব্দটি যুক্ত করা হয়েছে। এতে করে বিজ্ঞান বিষয়ে ডিগ্রিধারীরাও এখন সরাসরি নিয়োগে অগ্রাধিকার পাবেন।

বিধিমালা অনুযায়ী—

প্রধান শিক্ষক পদে ৮০ শতাংশ নিয়োগ হবে পদোন্নতির মাধ্যমে এবং ২০ শতাংশ সরাসরি নিয়োগের মাধ্যমে।

পদোন্নতির জন্য প্রার্থীকে সহকারী শিক্ষক হিসেবে কমপক্ষে ১২ বছরের অভিজ্ঞতা, মৌলিক প্রশিক্ষণ ও চাকরি স্থায়ীকরণ সম্পন্ন করতে হবে।

সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে এবং শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।

বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৩২ বছর।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এর আগে জানান, বর্তমানে দেশে প্রায় ১৩ হাজার ৫০০ সহকারী শিক্ষকের পদ শূন্য, যার মধ্যে প্রথম ধাপে ১০ হাজার ২১৯ পদের নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে। 

এম

Wordbridge School
Link copied!