• ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

উৎপাদনমুখী শিক্ষার মাধ্যমে ‘আগামীর বাংলাদেশ’ গড়ে তোলার আহ্বান


বাকৃবি প্রতিনিধি নভেম্বর ১০, ২০২৫, ০৬:৫৭ পিএম
উৎপাদনমুখী শিক্ষার মাধ্যমে ‘আগামীর বাংলাদেশ’ গড়ে তোলার আহ্বান

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘আগামীর বাংলাদেশ: উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাকৃবি শাখার উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়।

সঞ্চালক হিসেবে ছিলেন শাখা ছাত্রদলের সদস্য সচিব মো. শফিকুল ইসলাম শফিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকৃবি হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ, সোনালী দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসান বাদল ও অধ্যাপক ড. বদিউজ্জামান খান। কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল মালুম, যুগ্ম সম্পাদক দেওয়ান ছাইদুল ইসলাম পলাশ ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাব্বি হাসানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

সেমিনারে দেওয়ান ছাইদুল ইসলাম পলাশ বলেন, “টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি অত্যন্ত প্রয়োজনীয়। এখানকার শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের প্রযুক্তিনির্ভর উন্নয়নে বড় ভূমিকা রাখবে।”

শ্যামল মালুম বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের পথ উন্মুক্ত করেন এবং কৃষি, গার্মেন্টস শিল্প ও প্রবাসী শ্রমিক রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি আরও জানান, ক্ষমতায় এলে নকলমুক্ত শিক্ষা ব্যবস্থা ও উৎপাদনমুখী শিক্ষার উন্নয়ন করা হবে।

বাকৃবি সোনালী দলের সভাপতি অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসান বলেন, দেশের মানুষের মধ্যে উৎপাদনমুখী শিক্ষার অভাব রয়েছে। এটি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করতে হবে এবং শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।

অধ্যাপক ড. আবুল কালাম আজাদ বলেন, “দেশের হাওর অঞ্চলে উন্নত কৃষিকাজ প্রতিষ্ঠা করা গেলে খাদ্য চাহিদা মেটানো ও রপ্তানির সুযোগ বাড়ানো সম্ভব। শিক্ষিত ও সৎ মানুষ হিসেবে গড়ে ওঠা দেশের বাস্তব উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি।”

এসএইচ 

Wordbridge School
Link copied!