১৩ নভেম্বর রাজধানীতে ঘোষিত লকডাউন কর্মসূচি সফল করার উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি একাডেমিক স্থাপনায় রাতের আঁধারে তালা ঝুলিয়েছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাতে তালাবদ্ধ করা স্থাপনাগুলোর মধ্যে রয়েছে চারুকলা অনুষদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর), পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট, কার্জন হলের প্রধান ফটক এবং বিজ্ঞান ভবন।
ঘটনার পর নিষিদ্ধ শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন তার ফেসবুক পেজে তালাবদ্ধ স্থানগুলোর ছবি শেয়ার করে লিখেছেন, “১৩ তারিখ সারাদিন লকডাউন সফল করুন।” তিনি পোস্টে বিশেষভাবে চারুকলা অনুষদ, আইইআর, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট, কার্জন হল গেট ও বিজ্ঞান ভবনের নাম উল্লেখ করেন।
এর আগে ৮ থেকে ১২ নভেম্বর পর্যন্ত রাজধানীতে দলীয় লকডাউন কর্মসূচি ঘিরে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সহিংস কার্যক্রম অব্যাহত ছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “আমরা ইতোমধ্যেই কিছু তথ্য পেয়েছি, তবে পুরো পরিস্থিতি এখনো সম্পূর্ণভাবে জানা যায়নি। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পর তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। সকল তথ্য হাতে পেলেই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, “কারা এই ঘটনায় জড়িত, তা নির্ধারণের জন্য ক্যাম্পাসের বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে যাচাই চলছে। আজকের মধ্যেই সংশ্লিষ্টদের শনাক্তের চেষ্টা করা হবে।”
এম







































