• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জার্মান ভিসা সহজে শিক্ষার্থীদের যে তথ্য দিলেন রাষ্ট্রদূত


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৬, ২০২৫, ০৭:০১ পিএম
জার্মান ভিসা সহজে শিক্ষার্থীদের যে তথ্য দিলেন রাষ্ট্রদূত

ফাইল ছবি

ঢাকা: ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ বলেছেন, পড়াশোনার জন্য বাংলাদেশ থেকে জার্মানিতে শিক্ষার্থী যাওয়ার হার বাড়ছে। তবে আবেদনকারীরা যদি সঠিক কাগজপত্র উপস্থাপন না করে ভুয়া নথি প্রদান করেন, তাহলে ভিসা যাচাই-বাছাই প্রক্রিয়া দীর্ঘায়িত হয়।

বুধবার (২৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রদূত বলেন, ছাত্র ভিসা একটি চ্যালেঞ্জ। জার্মানিতে পড়াশোনার জন্য আগ্রহী মানুষের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। আমরা অপেক্ষার সময় কমানোর চেষ্টা করছি। বাংলাদেশি আবেদনকারীরা সঠিক কাগজপত্র দিয়ে এই প্রক্রিয়াকে সহজ করতে পারেন।

ড. লোটজ আরও বলেন, ভুয়া নথি দিয়ে আবেদনকারীরা সত্যিকারের শিক্ষার্থীদের সুযোগ ক্ষুণ্ণ করছে। বিশ্ববিদ্যালয় ও আবেদনকারীরা সঠিকতা নিশ্চিত করলে শিক্ষার্থীদের জন্য সুযোগ বৃদ্ধি পাবে।

তিনি জার্মানি তরুণ, দক্ষ শিক্ষার্থী চায় উল্লেখ করে বলেন, এটি উভয় পক্ষের জন্যই লাভজনক। এছাড়া জার্মান সরকার পেশাগত ভিসার জন্যও ব্যবস্থা চালু করেছে। জার্মান কোম্পানিগুলি বাংলাদেশে বিনিয়োগের সময় স্থানীয় যুবকদের প্রশিক্ষণ দেয়, যা দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ।

শিক্ষার্থীদের অভিযোগ, জার্মানিতে পড়াশোনা করতে গেলে ভিসা প্রক্রিয়ায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। অনেক ক্ষেত্রে বাংলাদেশি শিক্ষার্থীদের জার্মানিতে যেতে সময় লাগে আড়াই থেকে তিন বছর।

ড. রুডিগার লোটজ শিক্ষার্থীদের সতর্ক করে বলেন, সঠিক নথি দেওয়ার মাধ্যমে তারা শুধু নিজের সুযোগ নিশ্চিত করছেন না, বরং সত্যিকারের শিক্ষার্থীদের জন্যও পথ সুগম করছেন।

এসএইচ 

Wordbridge School
Link copied!