ফাইল ছবি
সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে। শনিবারের ক্লোজডেও ছুটি থাকবে না। পরীক্ষায় পিছিয়ে পড়া স্কুলগুলোকে ১১ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে বাকি মূল্যায়ন শেষ করতে বলা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
উপসচিব রওশন আরা পলি স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন ২০২৫ সম্পন্ন করার লক্ষ্যে যেসব বিদ্যালয় পরীক্ষা নিতে পারেনি, সেসব প্রতিষ্ঠানে আগামী ১১-১৫ ডিসেম্বর পর্যন্ত ছুটি বর্ধিত করে পরীক্ষা গ্রহণ করতে হবে। শুক্রবার ও শনিবার ছাড়া বাকি দিনগুলোতে পরীক্ষা নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী ১১ ডিসেম্বর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শীতকালীন ছুটি শুরুর কথা ছিল। তবে শিক্ষকদের আন্দোলনে তৃতীয় প্রান্তিকের মূল্যায়ন বাধাগ্রস্ত হওয়ায় নির্ধারিত ছুটি বাতিল করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত জানায় অধিদপ্তর।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, বছরের শেষ প্রান্তে শিক্ষার্থীদের মূল্যায়ন অসম্পূর্ণ থাকলে পুরো শিক্ষাবর্ষের একাডেমিক পরিকল্পনা ব্যাহত হবে। সেই কারণেই শীতকালীন ছুটি স্থগিত রেখে পরীক্ষার কাজ সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষকদের আন্দোলনে প্রাথমিক শিক্ষাব্যবস্থা যে চাপের মুখে পড়েছে, এই সিদ্ধান্ত সেই বাস্তবতারই প্রতিফলন-বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
এসএইচ







































