• ঢাকা
  • বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

এইচএসসির ফরম পূরণের নতুন তারিখ ও সিদ্ধান্ত


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৪, ২০২৬, ০৫:২৯ পিএম
এইচএসসির ফরম পূরণের নতুন তারিখ ও সিদ্ধান্ত

ফাইল ছবি

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণের নতুন তারিখ ঘোষণা করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১১ মার্চ থেকে ফরম পূরণ শুরু হবে। 

রোববার (৪ জানুয়ারি) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার আওতাধীন উচ্চমাধ্যমিক পর্যায়ের সব প্রতিষ্ঠানপ্রধান ও সংশ্লিষ্টদের জানানো যাচ্ছে যে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ শেষে ফলাফল আগামী ১০ মার্চের মধ্যে প্রকাশ করতে হবে।

এতে আরও বলা হয়, এইচএসসি পরীক্ষার ফরম পূরণ আগামী ১১ মার্চ থেকে শুরু হবে। ফরম পূরণের বিস্তারিত সময়সূচি ও পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। বিষয়টি অতীব জরুরি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ২৬ নভেম্বর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফল ২৬ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করতে হবে এবং ফরম পূরণ শুরু হবে ১ মার্চ থেকে।

নতুন সিদ্ধান্তে সময় বাড়ায় শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য প্রস্তুতির সুযোগ আরও কিছুটা বাড়ল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এসএইচ 
 

Wordbridge School
Link copied!