• ঢাকা
  • রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কবে প্রাথমিক শিক্ষক পরীক্ষার ফল প্রকাশ, জানাল অধিদপ্তর


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১০, ২০২৬, ০৪:৩৭ পিএম
কবে প্রাথমিক শিক্ষক পরীক্ষার ফল প্রকাশ, জানাল অধিদপ্তর

ফাইল ছবি

ঢাকা: বহুল প্রতীক্ষিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) পরীক্ষা অনুষ্ঠিত হয়। নিয়ম অনুযায়ী পরীক্ষার ফল চলতি মাসেই প্রকাশের সম্ভাবনা রয়েছে।

জানা গেছে, এবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছেন ১০ লক্ষাধিক চাকরিপ্রার্থী। প্রার্থী ও পদের সংখ্যার বিবেচনায় এটি দেশের সবচেয়ে বড় সরকারি চাকরির পরীক্ষা হিসেবে বিবেচিত হচ্ছে।

পরীক্ষা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাধারণত পরীক্ষার ১৫ দিনের মধ্যেই প্রিলির ফলাফল প্রকাশ করা হয়ে থাকে। সেই হিসেবে চলতি জানুয়ারি মাসের মধ্যেই প্রাথমিকের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা এস এম মাহবুব শনিবার (১০ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমকে জানান, আজ অধিদপ্তরে ফল প্রকাশ সংক্রান্ত একটি মিটিং অনুষ্ঠিত হচ্ছে। আমরা সাধারণত পরীক্ষার ফল ১৫ দিনের মধ্যে প্রকাশ করি। আজ বেলা ৩টা থেকে উত্তরপত্র গ্রহণ করা হবে।

তিনি আরো জানান, যেহেতু বুয়েট বিষয়গুলো দেখে এবং তাদের আজ ভর্তি পরীক্ষা চলছে। সেজন্য কিছুটা সময় লাগতে পারে। তারপরও আমাদের লক্ষ্য ১৫ দিনের মধ্যেই ফল প্রকাশ করা।

পিএস

Wordbridge School
Link copied!