• ঢাকা
  • শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আজ রাজধানীর গুরুত্বপূর্ণ তিন স্থানে শিক্ষার্থীদের অবরোধ


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৪, ২০২৬, ০৯:২২ এএম
আজ রাজধানীর গুরুত্বপূর্ণ তিন স্থানে শিক্ষার্থীদের অবরোধ

ফাইল ছবি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে বুধবার (২৪ জানুয়ারি) রাজধানীর গুরুত্বপূর্ণ তিনটি মোড়ে অবরোধ কর্মসূচি ঘোষণা দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। সায়েন্সল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়ে সকাল ১১টা থেকে এ কর্মসূচি পালনের কথা জানিয়েছে তারা।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা জানান, আগামী ১৫ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’-এর চূড়ান্ত অনুমোদন দিতে হবে। একই সঙ্গে রাষ্ট্রপতির পক্ষ থেকে দ্রুত অধ্যাদেশ জারির দাবিও জানান তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত কলেজের সমন্বয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত আইনের খসড়া গত ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। পরে বিভিন্ন পক্ষের মতামতের ভিত্তিতে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে একাধিক আলোচনা শেষে খসড়াটি হালনাগাদ করা হয়েছে।

শিক্ষার্থীরা জানান, গত ৭ ও ৮ ডিসেম্বর শিক্ষা ভবন অভিমুখে টানা অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে ডিসেম্বরের মধ্যেই সব আনুষ্ঠানিকতা শেষ করে জানুয়ারির শুরুতে অধ্যাদেশ জারির আশ্বাস দেয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়েও সেই আশ্বাস বাস্তবায়ন না হওয়ায় তারা আবারও কর্মসূচিতে নামতে বাধ্য হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একটি সূত্রের মাধ্যমে জানা গেছে, আগামী ১৫ জানুয়ারি উপদেষ্টা পরিষদের একটি সভা অনুষ্ঠিত হতে পারে। ওই সভাতেই আইনটির চূড়ান্ত অনুমোদন এবং অধ্যাদেশ জারি নিশ্চিত করতে চাপ সৃষ্টির লক্ষ্যে এই অবরোধ কর্মসূচি পালন করা হবে।

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন আরও জোরদার করা হবে।

এম

Wordbridge School
Link copied!