• ঢাকা
  • শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

উচ্চশিক্ষায় নতুন দিগন্ত খুলছে জেডএনআরএফ ইউনিভার্সিটি 


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৫, ২০২৬, ০৫:২৯ পিএম
উচ্চশিক্ষায় নতুন দিগন্ত খুলছে জেডএনআরএফ ইউনিভার্সিটি 

ফাইল ছবি

বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে সময়োপযোগী ব্যবস্থাপনা শিক্ষা ও প্রযুক্তিগত দক্ষতার সমন্বয় শিক্ষার্থীদের জন্য খুলে দিচ্ছে নতুন সম্ভাবনার দিগন্ত। জুবায়দুর অ্যান্ড নার্গিস রহমান ফাউন্ডেশন ট্রাস্টের উদ্যোগে প্রতিষ্ঠিত জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস ধীরে হলেও দৃঢ়ভাবে নিজের অবস্থান তৈরি করছে সম্ভাবনাময় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে।

বিশ্ববিদ্যালয়টি শুধু ব্যবসায় শিক্ষা নয়, বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও মানবিক শাখাতেও দক্ষ জনশক্তি গড়ে তুলছে। লক্ষ্য একটাই, দেশকে দক্ষ, দায়বদ্ধ ও কর্মক্ষম মানবসম্পদ দিয়ে সমৃদ্ধ করা। এই উদ্যোগ বেকারত্ব হ্রাস ও সমাজ ও অর্থনীতিতে কার্যকর ভূমিকা রাখছে।

অধ্যাপক ড. এম. জুবায়দুর রহমানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের মূল দর্শন হলো তাত্ত্বিক জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতার কার্যকর সমন্বয়। একজন দক্ষ ব্যবস্থাপক গড়ে তুলতে শুধু পাঠ্যবই যথেষ্ট নয়, প্রয়োজন নৈতিকতা, নেতৃত্বগুণ, আধুনিক চিন্তাধারা ও প্রযুক্তিগত সক্ষমতা।

পাঠ্যক্রম সাজানো হয়েছে কর্পোরেট ও শিল্পখাতের চাহিদা অনুযায়ী। কেস স্টাডি, প্রজেক্ট ওয়ার্ক, গ্রুপ ডিসকাশন ও প্রেজেন্টেশনের মাধ্যমে শিক্ষার্থীদের বিশ্লেষণধর্মী চিন্তাভাবনা ও সমস্যা সমাধানের সক্ষমতা বাড়ানো হচ্ছে। ইন্টার্নশিপ ও মাঠপর্যায়ের অভিজ্ঞতা শিক্ষার্থীদের পেশাগত জীবনের জন্য প্রস্তুত করছে।

বর্তমানে বিশ্ববিদ্যালয়টি ইংরেজি, অর্থনীতি, বিবিএ, ইইই, সিএসই, আইটিএম, এলএলবি এবং এমবিএ প্রোগ্রাম পরিচালনা করছে। শিক্ষার্থীরা ব্যবস্থাপনা জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতা একসঙ্গে অর্জন করছে, যা তাদের বর্তমান ও ভবিষ্যৎ কর্মবাজারে প্রতিযোগিতামূলক করে তুলছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধারণাকে বাস্তব উদ্যোক্তা উদ্যোগে রূপ দেওয়ার সুযোগ তৈরি করছে। এখানে শিক্ষার্থীরা প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের পাশাপাশি বাজার বিশ্লেষণ, ব্যবসায়িক পরিকল্পনা, ঝুঁকি ব্যবস্থাপনা ও দল পরিচালনার বাস্তব অভিজ্ঞতা অর্জন করছে। এর ফলে তারা আত্মবিশ্বাসী উদ্যোক্তা ও উদ্ভাবক হিসেবে গড়ে উঠছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গবেষণা সম্প্রসারণ, নতুন একাডেমিক প্রোগ্রাম চালু এবং আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা জোরদার করার পরিকল্পনা হাতে নিয়েছে। পাশাপাশি প্রযুক্তিভিত্তিক সেন্টারের মাধ্যমে আরও বেশি স্টার্টআপ ও উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

ব্যবস্থাপনা ও প্রযুক্তির সমন্বিত শিক্ষা দিয়ে জেডএনআরএফ ইউনিভার্সিটি দেশের উচ্চশিক্ষা ও উদ্যোক্তা সংস্কৃতিতে নতুন দিগন্ত উন্মোচন করছে এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের উদ্ভাবক, নেতা ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলছে।

এসএইচ 

Wordbridge School
Link copied!