বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সংশোধিত বদলি নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (২৭ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে এ নীতিমালা প্রকাশ করা হয়।
নতুন নীতিমালায় স্পষ্টভাবে বলা হয়েছে, যারা বর্তমানে নিজ জেলায় কর্মরত আছেন—তারা নিজ জেলাতেই বদলির আবেদন করতে পারবেন না। তবে যারা নিজ জেলার বাইরে কর্মরত, তারা নিজ জেলায় বদলির সুযোগ পাবেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ জেলায় কর্মরত শিক্ষকরাও বদলির সুযোগ পাবেন—এমন তথ্য ছড়িয়ে পড়লেও শিক্ষা মন্ত্রণালয় একে ভিত্তিহীন বলে জানিয়েছে।
এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বেসরকারি মাধ্যমিক) মো. মিজানুর রহমান জানান, “যেসব শিক্ষক নিজ জেলার বাইরে কর্মরত, তারা নিজ জেলায় বদলির আবেদন করতে পারবেন। কিন্তু যারা ইতোমধ্যে নিজ জেলায় আছেন, তাদের ক্ষেত্রে এই সুযোগ প্রযোজ্য নয়।” তিনি বলেন, নিজ জেলায় কর্মরত শিক্ষকদের একই জেলায় বদলির সুযোগ দিলে প্রশাসনিক বিশৃঙ্খলা তৈরি হতে পারে। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য শিক্ষকদের প্রতি আহ্বানও জানান তিনি।
সংশোধিত নীতিমালা অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সরকার নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠানভিত্তিক শূন্য পদের তালিকা অনলাইনে প্রকাশ করবে। এসব শূন্য পদের বিপরীতে বদলির জন্য আবেদন আহ্বান করা হবে। নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন গ্রহণ, বদলির আদেশ জারি এবং নতুন কর্মস্থলে যোগদান সম্পন্ন করতে হবে।
নীতিমালায় উল্লেখ করা হয়েছে, আবেদনকারী শিক্ষক তার চাকরির আবেদনে উল্লেখিত নিজ জেলায় বদলির জন্য আবেদন করবেন। নিজ জেলায় শূন্য পদ না থাকলে নিজ বিভাগের যেকোনো জেলার শূন্য পদের বিপরীতে আবেদন করা যাবে। এছাড়া নির্দিষ্ট পরিস্থিতিতে যেকোনো জেলা বা স্বামী/স্ত্রীর নিজ জেলায় বদলির সুযোগ থাকবে।
প্রথমবার যোগদানের পর কমপক্ষে দুই বছর চাকরি সম্পন্ন হলে শিক্ষকরা বদলির জন্য যোগ্য বিবেচিত হবেন। বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর আবার ন্যূনতম দুই বছর কর্মরত থাকার পর পরবর্তী বদলির আবেদন করা যাবে। একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ তিনবার বদলি হওয়ার সুযোগ পাবেন।
একটি শূন্য পদের বিপরীতে একাধিক আবেদন জমা পড়লে অগ্রাধিকার নির্ধারণে নারী প্রার্থী, দূরত্ব, স্বামী বা স্ত্রীর কর্মস্থল এবং চাকরির জ্যেষ্ঠতাকে বিবেচনায় নেওয়া হবে। দূরত্ব নির্ধারণের ক্ষেত্রে উপজেলা বা জেলা কেন্দ্র থেকে কাঙ্ক্ষিত কর্মস্থলের দূরত্ব পরিমাপ করা হবে।
এম







































