• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ধারাবাহিকে ব্যস্ত সানজিদা প্রীতি


বিনোদন প্রতিবেদক মার্চ ২, ২০২০, ০৪:৫৪ পিএম
ধারাবাহিকে ব্যস্ত সানজিদা প্রীতি

ঢাকা : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রীর নাম সানজিদা প্রীতি। এই জনপ্রিয়তা হঠাৎ করে পাননি তিনি। দীর্ঘদিন ধরে মঞ্চদল প্রাচ্যনাটের সঙ্গে যুক্ত আছেন। অভিনয়ের মূল শিকড় থেকে উঠে এসেছেন প্রীতি। নিজেকে তৈরি করেছেন ধীরে ধীরে। নাম লিখিয়েছেন জনপ্রিয় শিল্পীদের তালিকায়।

সানজিদা প্রীতি অভিনয় করছেন ধারাবাহিক নাটক ‘রূপ’-এ।  নাটকটিতে একটি বিশেষ চরিত্রে দেখা গেছে এই তারকাকে।

শফিকুর রহমান শান্তনু ও আসিব চৌধুরীর যৌথ রচনায় নাটকটির চিত্রনাট্য করেছেন হূদি হক এবং পরিচালনা করেছেন কামরুজ্জামান রনি। অভিনয় করেছেন তৌকীর আহমেদ, সাজু খাদেম, জাকিয়া বারী মম, হূদি হক,  লিটু আনাম, সানজিদা প্রীতি, এফ এস নাঈম, আসিব চৌধুরী, তানজিকা আমিন, আইরিন পারভিন লোপা প্রমুখ।

অভিনয়ের এই পর্যায়ে আসা প্রসঙ্গে সানজিদা প্রীতি বলেন, ‘আমার অভিনয়ের মূল কাঠামোটি তৈরি হয়েছে মঞ্চ থেকে। অনেক কষ্ট করে আজ এই অবস্থানে এসেছি। তাই মঞ্চ থেকে নিজেকে সরিয়ে রাখতে পারব বলে মনে হয় না।’

বর্তমানে তিনি ধারাবাহিক নাটকের শুটিং নিয়েই বেশি ব্যস্ত। ধারাবাহিকে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘ধারাবাহিক নাটকে একটি চরিত্রের সঙ্গে দীর্ঘ সময় ধরে মিশে থাকতে হয়। চরিত্রের সঙ্গে মিলে যাওয়া যায়। একটি শেষ না হতেই আর একটি নাটকের প্রস্তাব আসে। তাই শিডিউল নিয়ে একটু ঝামেলায় থাকতে হয়।’

ব্যস্ততার জোয়ারে সানজিদা প্রীতি কখনোই গা ভাসিয়ে দেননি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘নিয়মিত ধারাবাহিক নাটকের শিডিউল দেওয়া থাকে। ভালো গল্পের খণ্ড নাটক ও টেলিফিল্ম পেলে অভিনয় করি। তবে নাটকের গল্প অবশ্যই আমার ভালো লাগতে হবে।’

বিজ্ঞাপন থেকে সরিয়ে রেখেছেন তিনি নিজেকে দীর্ঘ সময়। বড়পর্দায়  অভিনয় প্রসঙ্গে সানজিদা প্রীতি বলেন, ‘প্রত্যেক অভিনয়শিল্পীর স্বপ্ন থাকে বড়পর্দায় অভিনয় করার। আমিও সেই পথে চলছি।’ সানজিদা প্রীতির অভিনয়জগতের পথচলা অতি সংক্ষিপ্ত নয়। অভিনয়ের ব্যস্ততা নিয়ে চলছে তার বর্তমান জীবন। পাশাপাশি সংসারজীবনেও নিজেকে ব্যস্ত রেখেছেন। তবে সবকিছুর পরও অভিনয় করে যাচ্ছেন। সানজিদা বলেন, ‘অভিনয় আমার ধ্যান, অভিনয় আমার সবকিছু। অভিনয়ের সঙ্গে আমার প্রেম দীর্ঘদিন ধরে। তাই অভিনয় না করে থাকতে পারি না।’

 বর্তমানে নাটকের মান নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই বলেন, এখনকার নাটক আগের মতো আর দর্শক গ্রহণযোগ্যতা পায় না। বিষয়টি  স্বীকার করেন এই তারকাও। বলেন, ‘আসলে এখন অনেক নাটক হচ্ছে। সে তুলনায় নাটকের মান তেমন একটা ভালো হচ্ছে না। ভালো না হওয়ার কারণও আছে। আমাদের মধ্যে বাণিজ্যিক চিন্তা ঢুকে গেছে। কীভাবে কম খরচে একটি নাটক বানিয়ে তাড়াতাড়ি ছাড়া যায়, তা নিয়েই আমরা ব্যস্ত থাকি। নাটকের কম বাজেট, অভিনয়শিল্পীর স্বল্পতাসহ বিভিন্ন কারণে নাটকের মান কমে যাচ্ছে।’

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!