• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চিত্রনায়ক ওয়াসিমের জানাজা বাদ জোহর, দাফন বনানীতে


বিনোদন ডেস্ক এপ্রিল ১৮, ২০২১, ১২:১৯ পিএম
চিত্রনায়ক ওয়াসিমের জানাজা বাদ জোহর, দাফন বনানীতে

ফাইল ছবি

ঢাকা: বাংলা চলচ্চিত্রের সোনালী দিনের চিত্রনায়ক ও শক্তিমান অভিনেতা ওয়াসিমের জানাজা বাদ জোহর অনুষ্ঠিত হবে। পরে তাকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে। 

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

তিনি জানান, চিত্রনায়ক ওয়াসিসের মরদেহকে গোসল করানো হচ্ছে। পরে তার মরদেহ ফ্রিজিং গাড়িতে রাখা হবে। রোববার জোহরের নামাজের পরে গুলশান আজাদ মসজিদে তার প্রথম নামাজে জানাজা হবে। এরপর বনানী কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে সেখানেই দাফন করা হবে।

উল্লেখ্য, শনিবার (১৭ এপ্রিল) ১২ টা ৩০ মিনিটে রাজধানীর শাহাবুদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা চলচ্চিত্রের সোনালী দিনের চিত্রনায়ক ও শক্তিমান অভিনেতা ওয়াসিম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

মৃত্যুর আগে বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন বরেণ্য এ অভিনেতা। ব্রেন, নার্ভ ও হার্টের সমস্যায় ভুগছিলেন তিনি। তার উন্নত চিকিৎসার প্রয়োজন ছিল। কিন্তু করোনা প্রকোপের কারণে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় তাকে উন্নত চিকিৎসার জন‌্য বিদেশে নিয়ে যেতে পারছিল না পরিবার।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!