• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সেপ্টেম্বরে মা হচ্ছেন অভিনেত্রী নুসরাত


বিনোদন ডেস্ক জুন ২৫, ২০২১, ০১:১০ পিএম
সেপ্টেম্বরে মা হচ্ছেন অভিনেত্রী নুসরাত

ঢাকা: আগামী সেপ্টেম্বরে মা হচ্ছেন অভিনেত্রী সংসদ সদস্য নুসরাত জাহান। তবে অনাগত সন্তানের বাবা কে তা এখনও জানা যায়নি।

ভারতীয় গণমাধ্যমের খবর, সম্প্রতি বেবিবাম্প নিয়েই একটি বিজ্ঞাপনের শুটিং করেছেন নুসরাত। এই বিজ্ঞাপনেই নাকি নিজের বেবিবাম্পের সুস্পষ্ট ঝলক প্রকাশ্যে আনতে চলেছেন তিনি।

আপাতত গর্ভাবস্থায় দ্বিতীয় পর্যায়ে রয়েছেন অভিনেত্রী। আগামী সেপ্টেম্বরেই নায়িকার কোল আলো করে আসবে তার সন্তান।

হিন্দুস্তান টাইমস জানায়, একটি ডিটারজেন্টের বিজ্ঞাপনের শ্যুটিং করেছেন নুসরাত। সেই লুক প্রকাশ্যে না এলেও, এদিন শ্যুটিং সেটে একটি কালো রঙা হুডিতে পৌঁছেছিলেন নুসরাত। অন্যদিকে ছাই রঙা পোশাকেও এদিন ভ্যানিটি ভ্যানের মধ্যে নুসরাতের সেলফি ইতোমধ্যে সামনে এসেছে।

দীর্ঘ সময় নিখিলের সঙ্গে আলাদা থাকার পর সম্প্রতি প্রকাশ্যে চলে আসে নুসরাতের অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন। নিখিল অনাগত সন্তানের পিতৃত্ব অস্বীকার করেছেন। অন্যদিকে যশ দাশগুপ্তের সঙ্গে নায়িকার প্রেম এখন টালিউডের ওপেন সিক্রেট।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!