• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

যাদের জীবনে সুখ নেই তারাই অন্যের জীবন নিয়ে আলোচনা করে: নুসরাত


বিনোদন ডেস্ক জুন ৭, ২০২৩, ০৪:২১ পিএম
যাদের জীবনে সুখ নেই তারাই অন্যের জীবন নিয়ে আলোচনা করে: নুসরাত

ঢাকা : অনেক সময় পোষা প্রাণী মারা গেলে বা হারিয়ে গেলে তাদের অনেকেই ভুলতে পারেন না। টালিউড তারকা নুসরাত জাহান এবং যশ দাশগুপ্তের একই অবস্থা। এক পোষা কুকুরের মৃত্যুতে ভেঙে পড়েছেন তারা।

এ নিয়ে রোববার আবেগঘন পোস্টও করেছিলেন নায়িকা। ঠিক তার পর দিন বিশ্ব পরিবেশ দিবসে একটি পোস্ট করেন নুসরাত। সেই পোস্ট দেখেই একের পর এক নেতিবাচক মন্তব্য আসতে থাকে। অনেকের বক্তব্য— নুসরাতের এই কান্নাকাটি আসলে লোকদেখানো। কোনো অনুভূতিই নেই নুসরাতের।

নায়িকা যদিও কোনো উত্তর দেননি কাউকে। তবে সরাসরি জবাব না দিলেও অনেক কিছুই বলে দিলেন নুসরাত।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, “অন্যের জীবন নিয়ে কেউ আলোচনা করলে বুঝতে হবে তারা আসলে নিজের জীবনে একদমই সুখী নন।”

তবে নুসরাতকে নিয়ে চর্চা যদিও এই প্রথম নয়। আগেও তার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!