• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

এনবিআরে পরীমণি


বিনোদন প্রতিবেদক জুলাই ১১, ২০২৩, ১২:০৮ পিএম
এনবিআরে পরীমণি

ঢাকা : আয়কর সংক্রান্ত ইস্যুতে রোববার (০৯ জুলাই) আগারগাঁওয়ের রাজস্ব ভবনে অবস্থিত ট্যাক্সেস আপিলাট ট্রাইব্যুনালে গিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরিমণি। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আয়কর সংক্রান্ত বিষয়ে আপিলের শুনানিতে অংশ নিতে তিনি ট্রাইব্যুনালে উপস্থিত হয়েছেন।

অবশ্য এ বিষয়ে মুখ খোলেননি পরীমণি। ট্যাক্সেস আপিলাট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মো. নাজমুল করিমের কক্ষে ১০ মিনিট অবস্থান শেষে বেরিয়ে যাওয়ার সময় দেশ রূপান্তরকে তিনি বলেন, ‘কেন, আমি কি আসতে পারি না?’

কর সংক্রান্ত বিষয়ে এনবিআর ডেকেছিল কি না এমন প্রশ্নে তিনি হাসতে হাসতে বলেন,‘হায় হায়, উল্টাপাল্টা কিছু লিখে দিয়েন না।’

এ বিষয়ে ট্যাক্সেস আপিলাট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মো. নাজমুল করিমের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে বেশ কয়েকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি।

অবশ্য ট্যাক্সেস আপিলাট ট্রাইব্যুনালের একজন সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘অ্যাসেসমেন্ট তার কিছু খরচের প্রমাণাদি ট্যাক্স অফিস চেয়েছিল, সেটা তিনি দেখাতে পারেননি। সেটির উপর ট্যাক্স আরোপ হলে তিনি আপিল করেছিলেন।’

খোঁজ নিয়ে জানা গেছে, পরীমণি আয়কর প্রদান করেন কর অঞ্চল ১২-এর অধীনে।

কর অঞ্চল ১২-এর ডেপুটি কমিশনার অব ট্যাক্সেস (ডিসিটি) জালিস মাহমুদ দেশ রূপান্তরকে বলেন, ‘২০১৮-১৯ কর বর্ষের ফাইলে অ্যাসেসমেন্টে বেশি কর (রিটার্ন জমা দেওয়ার সময় যে কর দিয়েছিলেন, তার চেয়ে) এসেছিল। দুই মাস আগে ওই বকেয়া কর আদায়ে আইনি প্রক্রিয়া শুরু হলে তিনি আপিলাট ট্রাইব্যুনালে আপিল করেছেন।’

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!