• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বাবা-ছেলের ভালোবাসাবাসি


বিনোদন প্রতিবেদক জুলাই ২৫, ২০২৩, ০৪:০৫ পিএম
বাবা-ছেলের ভালোবাসাবাসি

ঢাকা : শাকিব খান এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সঙ্গে রয়েছেন সন্তান আব্রাম খান জয় ও অপু বিশ্বাস। এরইমধ্যে তাদের একসঙ্গে ঘোরার বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে যা নিয়ে চলছে আলোচনা।

অনেকের মতে, আবারো জোড়া লাগতে চলেছে শাকিব অপুর সংসার!

তবে এরমধ্যে মঙ্গলবার (২৫ জুলাই)  দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করেন শাকিব। যেখানে তার সঙ্গে রয়েছে ছেলে জয়। ছবিটিতে দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের এক রাস্তার বেঞ্চে শুয়ে আছে জয় আর তার নিচে রাস্তায় লম্বা চুল মেলে বসে রয়েছেন শাকিব। তার পরনে টি শার্ট আর শর্টস।

ছবিটি পোস্ট করে শাকিব লিখেন, আমার বাবাটার সঙ্গে প্রথম ইউ এস ট্যুর!

বাবা-ছেলেকে প্রশংসা করে ছবির নিচে মন্তব্য করছেন নেটিজেনরা।

বাবা-ছেলের ঘোরাঘুরি প্রসঙ্গে অপু বিশ্বাস গণমাধ্যমে বলেন, তাদের সময়টা ভালোই কাটছে। সবচেয়ে বেশি মজা করছে জয়। এখানে ওর তো প্রথম আসা। তা ছাড়া ওর বাবা ওকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাচ্ছে। তাকে নিয়ে শপিংমলে ঘুরছে। জয় ওর বাবার পকেট ফতুর করে দিচ্ছে। শপিংয়ে গিয়ে যে জিনিসটিই পছন্দ হয়, সেটি নিয়ে দৌড় দেয় জয়। হা হা হা...। শাকিবও তাকে পছন্দের সব জিনিস কিনে দিচ্ছে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!