• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সিসিইউতে আফজাল হোসেন


বিনোদন প্রতিবেদক সেপ্টেম্বর ৫, ২০২৩, ১২:৪৪ পিএম
সিসিইউতে আফজাল হোসেন

ঢাকা : হার্ট অ্যাটাক করেছেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা আফজাল হোসেন।

সোমবার (৪ সেপ্টেম্বর) রাতে অসুস্থ হলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাকে ক্রিটিকাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়। নির্মাতা শিহাব শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি জানান, আজ থেকে ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ ফিল্মের শুটিং করার কথা ছিল। কিন্তু আফজাল ভাই কল করে বললেন- তিনি অসুস্থ, হাসপাতালে যাচ্ছেন। তিনি অসুস্থ হয়ে পড়ায় শুটিং বাতিল করা হয়। সুস্থ না হওয়া পর্যন্ত শুটিং শুরু করা যাচ্ছে না।

জানা গেছে, নিজের জীবনের গল্পে ওয়েব ফিল্ম ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ নির্মাণ করছেন শিহাব শাহীন। যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আফজাল হোসেন। গত ২৭ আগস্ট অস্ট্রেলিয়ায় এই ওয়েব ফিল্মের শুটিং শুরু হয়। সেখানে টানা চারদিন শ্যুটের পর দেশে ফেরেন নির্মাতা ও তার টিম। দেশে ফিরে মঙ্গলবার থেকে আবারও ওয়েব ফিল্মটির শুটিং শুরু হওয়ার কথা ছিল।

এমটিআই

Wordbridge School
Link copied!