• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দ্বিতীয় সন্তানের মা-বাবা হচ্ছেন আনুশকা-বিরাট


বিনোদন ডেস্ক ফেব্রুয়ারি ৬, ২০২৪, ০১:১৩ পিএম
দ্বিতীয় সন্তানের মা-বাবা হচ্ছেন আনুশকা-বিরাট

ঢাকা : বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে ঘর বেঁধেছেন। গত কয়েক মাস ধরে গুঞ্জন উড়ছে, দ্বিতীয় সন্তাদের মা-বাবা হতে যাচ্ছেন তারা। যদিও এ গুঞ্জনে কান দেননি এই তারকা দম্পতি।

এদিকে, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স নিশ্চিত করলেন সত্যি মা হতে যাচ্ছেন আনুশকা শর্মা। একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান তিনি।

এবি ডি ভিলিয়ার্স বলেন, ‘তার (বিরাট) দ্বিতীয় সন্তান আসছে। সে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছে। এটি তার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, অধিকাংশ মানুষের প্রথম অগ্রাধিকার তার পরিবার।’

তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি বিরাট কিংবা আনুশকা শর্মা।

দীর্ঘদিন চুটিয়ে প্রেম করেন বিরাট-আনুশকা। কিন্তু মিয়া-বিবি কেউ-ই মুখ খুলছিলেন না। সর্বশেষ ২০১৭ সালের ডিসেম্বরে বিয়ে করেন এই যুগল।

২০২০ সালের আগস্টে আনুশকার প্রথম সন্তানের মা হতে যাওয়ার খবর জানা যায়। এরপর বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তার বেবি বাম্পের ছবি পোস্ট করেন এই অভিনেত্রী। ২০২১ সালের ১১ জানুয়ারি কন্যা সন্তানের মা হন আনুশকা। তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

এমটিআই

Wordbridge School
Link copied!