• ঢাকা
  • বুধবার, ০৯ অক্টোবর, ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১

ভেঙে যাচ্ছে নায়িকা মাহিয়া মাহির দ্বিতীয় সংসার


বিনোদন প্রতিবেদক  ফেব্রুয়ারি ১৭, ২০২৪, ১২:১৪ এএম
ভেঙে যাচ্ছে নায়িকা মাহিয়া মাহির দ্বিতীয় সংসার

ঢাকা: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। আবারও ভেঙে যাচ্ছে তার সংসার। স্বামী রাকিব সরকারকে ডিভোর্স দিতে যাচ্ছেন তিনি। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন মাহি নিজেই।

বিষয়টি শুক্রবার রাত ১১টার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় জানিয়েছে মাহি নিজেই। এসময় তিনি কান্নায় ভেঙে পড়েন।
লাইভে মাহি জানান, আমাকে এমন একটি সিদ্ধান্ত নিতে হবে কখনো ভাবিনি। তবে আমার মনে হয়েছে এখন সবাইকে বলার সময় হয়েছে আমাদের নিজেদের ভালোর জন্য। আমি আর রকিব খুব ভালো বোঝাপড়া থেকে বিয়ের সিদ্ধান্তে এসেছিলাম। আমরা খুব ভালোই ছিলাম। কিন্তু জীবনের এ পর্যায়ে এসে বুঝলাম আমরা আসলে দুজন দুজনের জন্য না।

এর আগে ২০২১ সালে রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবকে বিয়ে করেন মাহিয়া মাহি।

এটি মাহির তৃতীয় সংসার। তার প্রথম স্বামী শাওন এবং দ্বিতীয় স্বামী ছিলেন পারভেজ মাহমুদ অপু।

Wordbridge School
Link copied!