• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দেশে ফিরেছেন শাকিব খান


বিনোদন ডেস্ক ফেব্রুয়ারি ২৯, ২০২৪, ১২:৩৩ পিএম
দেশে ফিরেছেন শাকিব খান

ঢাকা : ঢালিউড কিং শাকিব খান। বুধবার( ২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টায় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন।

চলতি মাসের শুরুর দিকে ‘রাজকুমার’ সিনেমার শুটিংয়ের জন্য গিয়ে ছিলেন তিনি। আসন্ন ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে।  ঢাকা ও ভারতের অংশ শুটিং শেষ করে বাকি অংশের শুটিং করতেই যুক্তরাষ্ট্রে যান এই অভিনেতা।

এর আগে লন্ডন, সুইজারল্যান্ড, ইতালি, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ডে বহুবার শুটিংয়ে গেলেও এই প্রথম যুক্তরাষ্ট্রে শুটিং করতে গেছেন শাকিব। এ সময় তার সঙ্গে ছিলেন ‘রাজকুমার’ সিনেমার পরিচালক হিমেল আশরাফ ও সিনেমাটির প্রযোজক আরসাদ আদনান।

প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবান তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘রাজকুমার’। সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যাবে মার্কিন অভিনেত্রী কোর্টনি কফিকে। ঈদুল ফিতরে বাংলাদেশসহ আমেরিকা, কানাডা, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের আরও কয়েকটি দেশে একযোগে মুক্তি দেওয়ার কথা রয়েছে সিনেমাটি।

এমটিআই

Wordbridge School
Link copied!