• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মামুনি এইটা তো কথা ছিল না : পূজা চেরী 


বিনোদন প্রতিবেদক মার্চ ২৪, ২০২৪, ০২:৩৬ পিএম
মামুনি এইটা তো কথা ছিল না : পূজা চেরী 

ঢাকা: চিত্রনায়িকা পূজা চেরীর মা ঝর্ণা রায় প্রয়াত হয়েছেন। রোববার (২৪ মার্চ) সকাল ১১ টার দিকে তিনি নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।

পূজা নিজের ফেসবুকে আবেগঘন কথাগুলি লিখেছেন এমনভাবেই, এভাবে আমাকে একা করে দিলা মামুনি? এইটা তো কথা ছিল না। তুমি না বলছিলা আমার পাশে সবসময় থাকবা। আমার এখন কি হবে ? আমি কাকে আমার সব কথা বলবো মামুনি? কত কথা জমা হয়ে আছে , ভেবেছিলাম তুমি সুস্থ হলে সব কথা গড়গড় করে বলবো। কিন্তু এইটা কি হলো? তুমি তোমার এই মেয়ের কথা চিন্তা করলে না? বুকে আটকে থাকা এই কষ্ট নিয়ে কীভাবে আমি সারাজীবন পার করবো? বলো তুমি...

পূজা আরও লিছেন, মা মাগো পারলে আমাকে মাফ করে দিও মা। একমাএ তুমি ছিলে যার সাথে হাসতাম , রাগ হলে চিল্লাতাম আবার অন্যের রাগও তোমার উপর ঝাড়তাম। আহ তখন কি যে শান্তি লাগতো। কিন্তু এখন!! মামুনি বলারও কেও নাই। নিজেকে এখন স্বান্তনা দিচ্ছি সবাইকে চলে যেতে হয়। চিন্তা করো না মামুনি তোমার কাছে একদিন না একদিন আমিও আসবো। তোমার পিছু তোমার এই মেয়ে ছাড়বে না বলে দিলাম। ভালো থেকো মা আমার। 

আব্দুল আজিজা বলেন, ঝর্ণা আন্টি (পূজা চেরীর মা) দীর্ঘদিন ধরে নানা রোগে আক্রান্ত ছিলেন। তার ডায়াবেটিসও বেড়ে গিয়েছিল। আজ সকাল ১১ টার দিকে তিনি মারা যান। পূজা চেরী সকলের নিকট তার মায়ের আত্মার শান্তি কামনা কামনা করেছেন।

আব্দুল আজিজ জানান, অসুস্থ অবস্থায় বাসার পাশে ডেল্টা হেলথ কেয়ারে ভর্তি করানো হয়েছিল। সেখানে পনেরদিন চিকিৎসাধীন ছিলেন। ৭ দিন ছিলেন আইসিইউতে। অবস্থার উন্নতি হলে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। আজ বাসায় ত্যিনি মারা যান।

সচরাচর কথা না বললেও ২০২২ সালে পূজা চেরীর মা ঝর্ণা রায় গণমাধ্যমের সামনে এসেছিলেন। সেসময় পূজা চেরীকে নিয়ে গণমাধ্যম বেশকিছু খবর প্রকাশ করলে তিনি এসে জানিয়েছিলেন তার মেয়ে পূজা ডিপ্রেশনে চলে গেছেন।

শাকিব-বুবলী বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে পূজা চেরির সঙ্গে ঢালিউড সুপারস্টারের সম্পর্কের খবরে ঢালপালা মেলে। গুঞ্জন রয়েছে-গত মাসের ২২ তারিখ বিয়ে করেছেন শাকিব ও পূজা। শুধু তাই নয়, বিয়ের পর পূজা ধর্মান্তরিতও হয়েছেন।

এসব বিষয় নিয়ে ঝর্ণা রায় বলেছিলেন, আমার মেয়েকে বাঁচতে দিন।

এএন

Wordbridge School
Link copied!